কংগ্রেস ইউডিএফ সম্পর্ক

< 1 - মিনিট |

শিলচরে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা আবার জানালেন কংগ্রেসের কাছে ইউডিএফছর কোন মূল্য নেই

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : কংগ্রেস এ আই ইউডিএফ সম্পর্ক নিয়ে টানাপোড়েনের যেন শেষ নেই। শিলচরে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা আবার জানালেন কংগ্রেসের কাছে ইউডিএফছর কোন মূল্য নেই। এআইইউডিএফ যখন ছিল না তখনও কংগ্রেস ক্ষমতায় ছিল। এভাবে ভূপেন বরা বারবার এ আই ইউ ডি এফ কে আক্রমণ করে চলছেন। কিন্তু মুশকিল হলো দলের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এক কথায় আঁতাতের সম্ভাবনা বাতিল করে দিচ্ছে না। বিজেপির বিরুদ্ধে একজন করে সম্মিলিত প্রার্থী থাকবে, বিরোধীদের সেই নীতি যদি কার্যকর হয় তাহলে আজমলের দলকে কি অবজ্ঞা করতে পারবে কংগ্রেস।

এটাই হলো সব চাইতে বড় প্রশ্ন। এছাড়া কংগ্রেসের তিনজন সাংসদ চাইছেন এ আই ইউ ডি এফের সঙ্গে একটা সমঝোতা হয়ে যাক। তারা চাইছেন কারন তারা যদি তাদের আসনে জিততে চান তাহলে মুসলিম ভোটারদের সমর্থন পেতেই হবে।। সেখানে যদি ইউডিএফ প্রার্থী দেয় তাহলে হার নিশ্চিত। তাই তারা চাইছেন মিত্রতা ।আর দলের প্রদেশ সভাপতি চাইছেন কোন সম্পর্ক না রাখা।

আসলে সাংসদরা তাদের ব্যক্তিগত লাভালাভ বড় করে দেখছেন। তাই এ আই ইউ ডি এফের এর সঙ্গে সম্পর্ক নিয়ে ভূপেন বরা যে কথা বলেছেন সেটাই যে কংগ্রেসের শেষ কথা এমন নয়। এ বিষয়ে অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাই কমান্ড। আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধান্তটা যে আঁতাতের পক্ষেই থাকবে সেটা সহজেই অনুমান করা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *