দলীয় নেতৃত্বের চাপে শেষ পর্যন্ত বরাকের কিছু বিজেপি নেতা যেভাবে পিছ পা দিলেন সেটা অত্যন্ত নিন্দনীয়
শিলচর : দলীয় নেতৃত্বের চাপে শেষ পর্যন্ত বরাকের কিছু বিজেপি নেতা যেভাবে পিছ পা দিলেন সেটা অত্যন্ত নিন্দনীয়। যেখানে উপত্যকার সার্থকে বড় করে দেখার কথা ছিল সেখানে তারা প্রদেশ কমিটির নির্দেশ মানাটাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। শিলচর শহরের ৩৫ হাজার ভোট উধারবন্দ আসনে ছেড়ে দেওয়া হল। আর এই বিষয়টা শিলচরের সাংসদ বা বিধায়ক কেউ জানেন না। এটা কিভাবে সম্ভব হয় এটাই এখন বড় প্রশ্ন। অর্থাৎ ডিলিমিটেশন করার সময় সাংসদ বিধায়কদের কোন মতামত না হয়নি।
এটা স্বভাবতই শাসকদলের কোন একজন সাংসদ বা বিধায়ক মেনে নিতে পারবেন না। কিন্তু সভায় সিদ্ধান্ত নেওয়ার পরও কেন বিজেপির নেতারা এখন গুয়াহাটি গেলেন না, এটা একটা বড় প্রশ্ন। তাহলে কি ধরে নেওয়া যায় বরাকের তিন বিজেপি কমিটি কার্যত কর্তৃত্বহীন ও প্রদেশ নেতৃত্বের তল্পিবাহক মাত্র। বরাকের এই সংকটের দিনে তাদের এই আচরণ মানুষ অবশ্যই মনে রাখবেন। জনগণ বড় না দল বড় এই প্রশ্নের জবাব তাদের একদিন দিতেই হবে।