আমরা বুঝতে পারতাম কোন জেলায় কতজন বেকার যুবক যুবতী চাকরি পেয়েছে
শিলচর : গুয়াহাটিতে একটি অনুষ্ঠানের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৪৪ হাজার চাকরির নিযুক্তিপত্র বন্টন করলেন। এটা ভালো খবর ।এই মন্দার যুগে অন্তত পক্ষে এতগুলো ছেলে মেয়ে চাকরি পেলো। কিন্তু কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। যারা নিযুক্ত হয়েছেন তাদের জেলাভিত্তিক তালিকা একটা প্রকাশ করলে ভালো ছিল। আমরা বুঝতে পারতাম কোন জেলায় কতজন বেকার যুবক যুবতী চাকরি পেয়েছে।
কিন্তু এ ধরনের কোন তালিকা প্রকাশিত হলো না। এমনকি তালিকা যদি জানতে চাওয়া হয় তাতেও অনেকের রাগ করে ফেলে ন। কতজন যুবক-যুবতী চাকরি পেয়েছে সেটা জানার অধিকার প্রত্যেক বরাকবাসির রয়েছে। কারণ স্বাধীনতার পর থেকে নানা বিষয়ে বরাক বঞ্চনার শিকার হয়ে আসছে। কিন্তু এই প্রশ্নের জবাব দিতে কোন একটা রহস্যজনক কারণে সরকার রাজি নয়।
এটা অত্যন্ত দুঃখজনক। চাকরিতে স্বচ্ছতার দাবি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এটা। আমরা মেনে নিতে পারি যে নিযুক্তি যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে হয়েছে। কিন্তু বরাক উপত্যকায় কতজন চাকরি পেল সেটা জানাটা খুব জরুরি। আশা করা যায় সরকার সম্পর্কে তালিকা প্রকাশ করবে।