দ্বিধা বিভক্ত শিলচরের সাংস্কৃতিক কর্মীরা

< 1 - মিনিট |

শিলচরের মত একটি ছোট শহরেও সাংস্কৃতিক কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারেন না এটা কিন্তু দুঃখজনক ঘটনা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শহীদদের স্মৃতিতে আজ একটি মিছিল বের হয় শিলচরে। শহিদ দিবস পালনের আহ্বান জানিয়ে এই এতদিন থেকে ১৭ তারিখ মিছিল বের হত। কিন্তু সাংস্কৃতিক কর্মীদের মধ্যে মতপার্থক্য দেখা দেওয়ায় একটা ১৬ তারিখ কয়েকটা ১৭ তারিখ মিছিল ডাকা হয়েছে। শিলচরের মত একটি ছোট শহরেও সাংস্কৃতিক কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারেন না এটা কিন্তু দুঃখজনক ঘটনা। মহান শহীদদের সামনে রেখে যদি তারা একত্রিত হতে না পারেন তাহলে জনগণের বিশ্বাস তাদের উপর কতদিন থাকবে।

সংস্কৃতিক কর্মীরা সমাজের পথপ্রদর্শক। তাদের উপরই অনেক কিছু সাংস্কৃতিক চেতনা সামাজিক চেতনা নির্ভর করে। কিন্তু শিলচরে যেভাবে সাংস্কৃতিক কর্মীরা কার্যত দ্বিধিবিভক্ত হয়ে গেলেন সেটা অত্যন্ত দুঃখজন ক। ১৯ এর চেতনায় যেখানে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। যেখানে ঘরের শত্রু বিভীষণের অভাব নেই ।সেখানে একই বিষয়ে দুটো মিছিল আহ্বান করার কোন অর্থ হয় না।আমরা চাইবো আগামীতে যাতে এই বিষয়টি তারা নিজেরা বসে সমাধান করেন। কারণ এতে দিসপুরে একটা ভিন্ন বার্তা যেতে পারে। অনৈক্যের মধ্যেই অন্যরা সুযোগ নেয় এই বিষয়টা বুঝতে হবে শিলচরের সংস্কৃতিক কর্মীদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *