সোজা কথা ধর্ষণ ঘৃণ্য অপরাধ এর প্রতিবাদ জানাতে হবে
তাহলে কোন ধর্ষণের প্রতিবাদ করা যাবে না। যেই একদল প্রতিবাদ করবে আরেকদল একটা বিশাল তালিকা এনে বলবে তুমি এগুলোর প্রতিবাদ করোনি। সব জিনিসে রাজনীতি আনা ঠিক নয়। সোজা কথা ধর্ষণ ঘৃণ্য অপরাধ এর প্রতিবাদ জানাতে হবে। তবে লক্ষি ওরাঙ্গের ঘটনার সময় কিন্তু রাজ্য সরকার ক্ষমা চেয়েছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছিল। আসলে রাজনৈতিক দলগুলো যে ঘটনা নিজের অনুকূলে হয় না তার জন্য লাফায় না।
কিন্তু আমরা যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নই আমরা তো প্রতিবাদ জানাবো। ধরুন বিরোধী দলগুলো যদি প্রতিবাদ না জানায় মনিপুরের ঘটনায় তাহলে কি বা হত। শাসক দল জানাল না বিরোধী দলও জানালো না। তাহলে তো ধর্ষণ করা যায়। এই কথাটাই প্রতিষ্ঠা পেয়ে যেত।অতীতে ধর্ষণ হয়েছে কংগ্রেস আমলে হয়েছে বিজেপি আমলে হয়েছে বাম আমলে হয়েছে অতএব আরো কয়েকটা ধর্ষন হোক না।
এটা নিশ্চয়ই আমরা ভাবতে পারিনা।প্রতিবাদ জানালেই তো প্রত্যেকে নিজেদের পরিসংখ্যান নিয়ে বসবেন এই আপনার আমলে এতটা হয়েছিল আমাদের আমাদের আমলে কিছুটা কম হয়েছিল। এসব করার ফলে যে অপরাধটা সেটা কিন্তু সামাজিক স্বীকৃতি পেয়ে যাচ্ছে। যার ফলাফল একদিন আমরা ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারব।