সবচাইতে বড় প্রশ্ন হল যে ইন্সুরেন্স কোম্পানিগুলো আছে এরা এবার যেগুলো সেটেলমেন্ট করার কথা সেটা গুহাটিতে নিয়ে গেছে
বরাকের জল যেভাবে বাড়ছে সেটা অত্যন্ত উদ্বেগের বিষয়। মানুষ উৎকণ্ঠিত । কিন্তু যদি বন্যা হয় তাহলে এবার কিন্তু জনগণের একটা ক্ষো ভের বহিঃপ্রকাশ দেখা যাবে। সবচাইতে বড় প্রশ্ন হল যে ইন্সুরেন্স কোম্পানিগুলো আছে এরা এবার যেগুলো সেটেলমেন্ট করার কথা সেটা গুহাটিতে নিয়ে গেছে।
তাই বন্যায় যাদের ক্ষয়ক্ষতি হবে তারা কি ইনস্যুরেন্স পাবেন সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। গুয়াহাটিতে এগুলো ক্লেম নিয়ে যাওয়ার অর্থ হলো যে বহু মানুষ ক্লেম ছেড়ে দেবেন। ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেমগুলি যাতে শিলচরে হয় সেই ব্যবস্থা করা প্রয়োজন। কত বন্যায় কার্যত সরকারের সাহায্য দশ শতাংশ মানুষও পাননি। তাই ইন্স্যুরেন্স কোম্পানি যাতে ক্লেমগুলি শিলচরের সমাধান করতে পারে সেই ব্যবস্থা নিতে সরকারের তৎপর হওয়া উচিত।