স্বাধীনতার পর থেকে বরাক উপত্যকা নানা ক্ষেত্রে পিছিয়ে পড়ার মূল কারণ অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা
শিলচর : বিকল্প সড়ক যে তিমিরে সেই তিমিরেই রইল। সরকার থেকে কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। অথচ বরাক উপত্যকার যোগাযোগের ক্ষেত্রে এই বিকল্প সড়ক অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কিন্তু এ নিয়ে তেমন কোন তৎপরতা দেখা যাচ্ছে না সরকারের পক্ষ থেকে। যেকোনো একটা অঞ্চলের উন্নতির ক্ষেত্রে প্রধান শর্তটা হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। যদি কোন এলাকার যোগাযোগ ব্যবস্থা ভাল না হয় তাহলে সেই এলাকা কোন কালেই উন্নতি করতে পারবে না। স্বাধীনতার পর থেকে বরাক উপত্যকা নানা ক্ষেত্রে পিছিয়ে পড়ার মূল কারণ অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা।
এই কথাটা বুঝতে হবে জন প্রতিনিধি সহ অসমের মুখ্যমন্ত্রীকেও। মহাসড় ক কোন কালের শেষ হবে তার কোন ঠিক নেই। তাই বিকল্প সড়কের ভাবনাটা অত্যন্ত প্রয়োজনীয়। এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করাও জরুরি। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন এনিয়ে আন্দোলন সংগঠিত করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিকল্প সড়ক নিয়ে কোন ধরনের বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। শিলং রোড গত দুদিন আগে বন্ধ হয়ে গিয়েছিল। এভাবে বারে বারে একটু বৃষ্টি হলেই রাস্তা বন্ধ থাকবে। এটা চলতে পারে না। তাই বিকল্প সড়ক তৈরির ক্ষেত্রে সরকার অগ্রণী ভূমিকা নিক এটাই কাম্য।