বিদ্যুতের স্মার্ট মিটার ও মানুষের সমস্যা

< 1 - মিনিট |

প্রথমে যা বিল হতো, দেখা যাচ্ছে এর দ্বিগুন বিল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

বিদ্যুতের মিটার নিয়ে সারা রাজ্য জুড়ে জন অসন্তোষ চরমে। প্রিপেড বিদ্যুৎ ব্যবস্থা নিয়েও জনগণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। প্রথমে যা বিল হতো, দেখা যাচ্ছে এর দ্বিগুন বিল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুৎ মাসুল আদায় দুই ব্যবস্থাকে স্মার্ট করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। আর এই কাজটা করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে বিদ্যুৎ মন্ত্রীর কাছে এ নিয়ে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।

প্রথমে বিদ্যুৎ বিতরণ কোম্পানি র পক্ষ থেকে জানানো হয়েছিল এসব অসুবিধা প্রথমদিকে একটু হবে তারপর ঠিক হয়ে যাবে। কিন্তু কমা তো দূরের কথা সমস্যা আরো বেড়েই চলছে। বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় পরিষেবা। এই পরিষেবার জন্য যদি মানুষকে বাড়তি অর্থ গুনতে হয় তাহলে সেটা কিন্তু দুঃখজনক।

এ বিষয়ে গন্ডগোল গত কয়েক মাস থেকেই চলে আসছে। কিন্তু এখনো পর্যন্ত সরকার এক্ষেত্রে কোন ব্যবস্থা নেয়নি। এছাড়া দিনে ২৪ ঘন্টা বিদ্যুৎ দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা পালানে ব্যর্থ হচ্ছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি। এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত সরকার তেমনভাবে নিজেদের সক্রিয়তা দেখাতে পারেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *