বিদ্যুৎ সংকটের জন্য গাছ তলায় বসার পরামর্শ দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি
শিলচর : বিদ্যুৎ সংকটের জন্য গাছ তলায় বসার পরামর্শ দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি। তার এই পরামর্শ নিয়ে অনেকেই তাকে কটাক্ষ করছে ন। কোন পরিস্থিতিতে বা কিভাবে তিনি এই বক্তব্য রেখেছেন সেটা পরিষ্কার নয়। যদি ধরে নেওয়া যায় তিনি ববেশ গুরুত্বের সঙ্গে এই মন্তব্য করেছেন তাহলে সেটা বিশ্বাসযোগ্য মনে হয় না।
বিশ্বজিৎ দৈমারির মতো একজন পন্ডিত ব্যক্তি জেনেশুনে এধরনের মন্তব্য করবেন না। আবার এমনও হতে পারে তিনি সরকারকে প্রচ্ছন্নভাবে একটা খোঁচা মারলেন। বিদ্যুৎ যন্ত্রনা থেকে রেহাই পেতে গাছ তলায় থাকার পরামর্শ পরোক্ষে সরকারকে বিড়ম্বনায় ফেলে। স্পিকারের মত গুরুত্বপূর্ণ এক ব্যক্তির মন্তব্য করেছেন এটাতে সরকারেরই মাথা হেট হয়। এসব বোঝার ইচ্ছা এই সরকারের আছে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিদ্যুৎ সংকট কিভাবে সরকারকে বিব্রত করছে স্পিকারের এই মন্তব্য থেকেই একটা স্পষ্ট।