গত বছর আজকের দিনটিতেই ভেঙ্গে ছিল বেতু কান্দির বাঁধ
শিলচর : এবার এখন পর্যন্ত খুব একটা প্রবল ভাবে বর্ষা নামেনি। তাই অবশিষ্ট ভারতের সঙ্গে বরাক জুড়ে রয়েছে এই বর্ষার দিনে। গত বছর এই সময়টাতে প্রবল বর্ষণ হয়েছিল। শতাব্দীর ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ প্রত্যক্ষ করেছিলেন ডিমা হাসাওয়ের মানুষ। এবার বৃষ্টির তেমনভাবে শুরু হয়নি তাই সবকিছুই ঠিকঠাক চলছে। গত বছর আজকের দিনটিতেই ভেঙ্গে ছিল বেতু কান্দির বাঁধ। প্রায় এক মাস বাঁধ ভাঙ্গা অবস্থায় ছিল যার জন্য কুড়ি জুন শিলচর শহরে জল ঢুকেছিল।
আজ যখন বেতুকান্দি বাধ ভাঙ্গার এক বছর পূর্ণ হল কিন্তু এই এক বছরে এখন পর্যন্ত বাঁধ মেরামতের কাজ শেষ হলো না। যদিও মেরামতের কাজ সামান্য কিছু বাকি। গত ৩০ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখনো কাজ শেষ হলো। তবে বর্ষপূর্তিতে আমরা আশা করতে পারি বাঁধের কাজ আর কয়েক দিনের মধ্যে শেষ হবে। কাজ গূনগতভাবে কতটা উন্নত হয়েছে সেটা বুঝতে গেলেও তো একটা বৃষ্টির প্রয়োজন।