সেবা কর্তৃপক্ষ বলতে চাইছেন ফলাফল ঘোষণায় তারা যথেষ্ট পেশাদারিত্ব এনেছেন – কিন্তু আসলেই কি তাই ?
শিলচর : মাধ্যমিকের ফলাফল ঘোষিত হলো। এবং এই ফলাফলের তাৎপর্যপূর্ণ ঘটনা হলো এবারও যথারীতি ছেলেদের চাইতে মেয়েরা ভালো ফলাফল করেছে। আরেকটা বিষয় লক্ষ্যনীয় , সেটা হলো সেবার মতিগতি বোঝা বড় দায়। হঠাৎ ঘোষণা করা হলো যে আজ দশটার সময় ফলাফল প্রকাশিত হবে। যেখানে অন্যান্য বছর আগে থেকেই ফলাফল ঘোষণার একটা নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হয়।
এবারে এই নিয়মের ব্যতিক্রম ঘটলো। সেবা কর্তৃপক্ষ বলতে চাইছেন ফলাফল ঘোষণায় তারা যথেষ্ট পেশাদারিত্ব এনেছেন। কিন্তু আসলেই কি তাই। এভাবে হঠাৎ করে ফলাফল ঘোষণা করে সেবা আসলে তাদের অনিয়মিতাকে প্রকাশ্যে আনলো। তবে এবারের ফলাফলে বরাক উপত্যকা অনেকটাই কৃতিত্ব দেখিয়েছে। বরাক থেকে চারজন মেধার তালিকায় স্থান পেয়েছে। আর এই চারজনই হলো মেয়ে। এভাবে মেয়েদের পড়াশোনা এগিয়ে আসাটা ভালো লক্ষণ। সামগ্রিকভাবে এই ফলাফল বরাক উপত্যকার জন্য যথেষ্ট উৎসাহ ব্যাঞ্জক।