গুয়াহাটিতে এই ডিলিমিটেশন নিয়ে যে শুনানি হল তাতে যে খসড়ায় খুব একটা পরিবর্তন ঘটবে এমন ভাবার কোন অর্থ নেই
শিলচর : ডিলিমিটেশন কমিশনের যা মনোভাব তাতে এই যে খসড়া এটার খুব একটা রদবদল হবে এমন মনে হচ্ছে না। গুয়াহাটিতে মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার যেভাবে বিভিন্ন সময় তার মতামত ব্যক্ত করলেন তাতে এটা স্পষ্ট যে নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত থেকে খুব একটা নড়বে না। খসড়াকে যথাযথ বলে প্রতিষ্ঠিত করতে চাইলেন তিনি। তবে জনগণের মতামত তিনি শুনেছেন বিভিন্ন সংগঠনের বক্তব্য অনেক অনেক সময় ধৈর্য ধরে মন দিয়ে শুনেছেন।
এর জন্য অবশ্যই তাকে ধন্যবাদ জানানো যেতে পারে। কিন্তু গুয়াহাটিতে এই ডিলিমিটেশন নিয়ে যে শুনানি হল তাতে যে খসড়ায় খুব একটা পরিবর্তন ঘটবে এমন ভাবার কোন অর্থ নেই। ইতিমধ্যেই বিভিন্ন সংগঠন এ নিয়ে তাদের সন্দেহ প্রকাশ করেছে। অনেক সংগঠন মামলায় যাওয়ার কথা ঘোষণা করেছে।
তবে যাই হোক কমিশন যাতে জনগণের আবেগকে মর্যাদা দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করে এটাই কাম্য। কারণ স্বশাসিত একটি সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা হোক এটা গণতান্তের জন্য খুব একটা ভালো সংকেত নয়। অতএব নির্বাচন কমিশন মানুষের আবেগ অনুভূতি এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশাবাদী।