মিজোরামে অশান্তির কালো মেঘ

< 1 - মিনিট |

বাঙালি সহ সমস্ত অমিজো ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : প্রতিবেশী রাজ্য মিজোরামে ফের অশান্তির কালো মেঘ দেখা দিয়েছে। বাঙালি সহ সমস্ত অমিজো ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। অনেকে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে এসেছে ন। কয়েকদিন পরপর মিজোরামে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজন ক। দেশের যে কোন প্রান্তের মানুষ যে কোন জায়গায় গিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারেন। এই অধিকার সংবিধান স্বীকৃত। কিন্তু সংবিধানের ৩৭১ নম্বর ধারা মতে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যগুলিতে কিছু রক্ষাকবচ দেওয়া হয়েছে উপজাতিদের।

এখানে অন্যরা ‌ জমি সম্পত্তি কিনতে পারবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা রয়েছে। অনেক সময় দেখা যায় সাধারণ মানুষ আইন হাতে তুলে নে য়। অন্যায় ভাবে সমতলের ব্যবসায়ীদের মারধর করা তাড়িয়ে দেওয়া এসব চলে। এই সমস্ত কিছু কতটুকু গণতন্ত্রসম্মত সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। স্বাধীনতার ৭৫ বছর হয়ে যাওয়ার পরও এভাবে বিশেষ অধিকার দেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে বা বিতর্কের অবকাশ থাকতে পারে। এই সমস্যার একটা চিরস্থায়ী সমাধান হওয়া অত্যন্ত প্রয়োজন। অন্যথায় পাহাড়ি রাজ্যগুলি থেকে সমতলীদের বহিষ্কার এসব চলতেই থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *