মুখ্য নির্বাচনী কমিশনার নিয়োগে যে কমিটি থাকবে সেই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলনেতা ও কেন্দ্রীয় সরকারের দুই প্রতিনিধি
শিলচর : দেশের মুখ্য নির্বাচন কমিশনার বাছাইয়ের জন্য যে প্যানেল সেই প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে একটি বিল আনা হয়েছে সংসদে। বলে প্রস্তাব রাখা হয়েছে মুখ্য নির্বাচনী কমিশনার নিয়োগে যে কমিটি থাকবে সেই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলনেতা ও কেন্দ্রীয় সরকারের দুই প্রতিনিধি।
এতদিন যে নিয়মটা ছিল বা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তাতে ঠিক হয়েছিল মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগ প্যানেলে তিনজন থাকবেন প্রধানমন্ত্রী দেশের প্রধান বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখন প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার সংস্থান রাখা হয়েছে এই বিলে। তা হলে প্রশ্ন উঠতে পারে,এত কষ্ট করে কি লাভ শুধু প্রধানমন্ত্রী থাকবেন এই কমিটিতে এমন একটা বিল আনলেই তো হয়। এতে আগামীতে বিভিন্ন সরকার বিভিন্নভাবে এর সুযোগ নেবে। এমন একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে।