পুলিশের বেষ্টনী থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যায়
শিলচর : জেল পলাতক আসামিকে কাউন্টার করে মারা হলো আজ। এই এনকাউন্টার কে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট দিচ্ছেন। যে আসামি মারা গেছে তার নাম হিফজুর। ২০১২ সালের সংগঠিত বদরপুরে নাজ হত্যাকাণ্ডের আসামি ছিল সে। এই হত্যাকান্ড সেসময় বরাক উপত্যকায় ত্রা সের সৃষ্টি করেছিল।
দীর্ঘদিন বিচারের পর হিফজুরের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু সে গত ১১ মে শিলচর জেলে সুরঙ্গ করে পালিয়ে যায়। দীর্ঘ দুই মাস পর পুলিশ তাকে পাকড়াও করতে সক্ষম হয়। কিন্তু পুলিশের বেষ্টনী থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যায়। তার আক্রমণে দুজন পুলিশ কর্মী আহত হয়েছে।এ ধরনের কুখ্যাত অপরাধীর ক্ষেত্রে এনকাউন্টার প্রযোজ্য কিনা এ নিয়ে বিতর্ক থাকতে পারে। সাধারণ মানুষ এই এনকাউন্টারকে সমর্থন করছেন। তবে সব কিছু বিবেচনার পর একথা অবশ্যই বলা যায় শিশুদের মত একটি কুখ্যাত অপরাধীকে এনকাউন্টার করে মারাই উচিত।