যে দেবতা যে ফুলে তুষ্ট সেই দেবতাকে সেই ফুলে পুজো করাই হিন্দুদের রীতি
স্কুল কলেজে কেন ইউনিফর্মের প্রয়োজন? আসলে যেকোনো একটা সমাজে নানা রকমের ভেদাভেদ তো রয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে এই ধরণের সামাজিক ভেদাভেদ থেকে কিছুটা মুক্ত রাখতে ইউনিফর্মের প্রচলন হয়েছিল। একটি গরিব পরিবার থেকে সাধারণ পোশাক পরে স্কুল যাবে। আবার ক্লাসের অন্য একটি ছেলে যে ধনীর দুলাল সে অত্যন্ত দামি পোশাক পরে স্কুলে আসে।
তাই স্বাভাবিক ভাবেই এই দুই ছাত্রের মেলামেশা করাটা একটু কঠিন হয়ে পড়বে। সে পোশাক দেখেই বুঝে যাবে যে তারা সহপাঠী গরিব পরিবার থেকে এসেছে।আবার কিছু মেয়ে যদি হিজাব পরে স্কুলে যায় তাহলে হিন্দু কিংবা খ্রিস্টান মেয়েরা তাদের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখবে। তাই সামাজিক ভেদাভেদ যাতে শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডির ভেতরে ঢুকতে না পারে তার জন্য পৃথিবীর প্রতিটি সভ্য দেশ শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্মকে সমর্থন করে।
এখন প্রশ্ন হলো যে মুসলিম সমাজের এতে সমস্যাটা কোথায়? মুসলিম সমাজের কট্টরপন্থীরা একটা জিনিস জানে যে তাদের মেয়েরা যদি হিন্দু কিংবা খ্রিস্টান মেয়েদের সঙ্গে মেলামেশা করে তাহলে বিধর্মী সমাজের লিবারেল চিন্তাভাবনা মুসলিম মেয়েদের প্রভাবিত করতে পারে। কিন্তু হিজাব পরে স্কুলে গেলে অন্য ধর্মের ছাত্রছাত্রীরা এদের সঙ্গে দূরত্ব বজায় রাখবে। এই জিনিসটাকে সমর্থন করে কংগ্রেস ও কম্যুনিস্ট পার্টি। বিজেপি এর বিরোধিতা করতে গিয়ে ডুবেছে। এখন মনে হয় সমর্থন করবে।। যে দেবতা যে ফুলে তুষ্ট সেই দেবতাকে সেই ফুলে পুজো করাই হিন্দুদের রীতি। এই ব্যাপারে কংগ্রেস দলের দূরদর্শিতা অনেক বেশি।