অমরেশ পুরীর জন্মদিনে গুগল-ডুডলের শ্রদ্ধার্ঘ্য

< 1 - মিনিট |

নিজের সুদীর্ঘ অভিনয় জীবনে হিন্দি, মারাঠি, কন্নড়, পঞ্জাবি, মালায়লম, তেলেগু, তামিল, ইংরেজি মিলিয়ে ৪০০টির বেশি ছবিতে কাজ করেছেন

কে আর সি টাইমস ডেস্ক

ডুডল দিয়ে প্রখ্যাত কিংবদন্তি বলিউড অভিনেতা অমরেশ পুরীকে শ্রদ্ধা জানাল বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন সংস্থা গুগল। শনিবার ছিল প্রয়াত অভিনেতা ৮৭ তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষ্যে ডুডল দিয়ে কিংবদন্তি এই বলিউডের ‘ভিলেন’-কে শ্রদ্ধা জানাল গুগল। এদিনের ডুডলটি তৈরি করেছেন মহারাষ্ট্রের পুণের শিল্পী দেবাংশু মৌলিক। 
১৯৩২ সালের ২২ জুন অবিভক্ত পঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করা এই অভিনেতা পরবর্তী সময়ে হয়ে ওঠেন বলিউডের জনপ্রিয়তম ‘ভিলেন’। আমজাদ খানের পর আট এবং নয়ের দশকে মূলত বলিউডে রাজ করেছেন এই অভিনেতা। থিয়েটার এবং বাচিক শিল্পী হিসেবে কাজ করার পর ১৯৭১ সালে শেরা ও রেশমা ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এক দশক বাদে হলিউডের অস্কার জয়ী ছবি গান্ধী-তে অভিনয় করেন তিনি। নিজের সুদীর্ঘ অভিনয় জীবনে হিন্দি, মারাঠি, কন্নড়, পঞ্জাবি, মালায়লম, তেলেগু, তামিল, ইংরেজি মিলিয়ে ৪০০টির বেশি ছবিতে কাজ করেছেন। মিস্টার ইন্ডিয়া, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, করণ অর্জুন, গদর, নায়েক-দি রিয়েল হিরো, চায়না গেটের মতো ছবিগুলিতে দুরন্ত অভিনয়ের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে রয়েছেন। স্টিভেন স্পিলবার্গের ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দি টেম্পল অফ ডুম ছবিতে মোলা রামের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন হলিউডে। এই প্রসঙ্গে অস্কার জয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ বলেছিলেন, অমরেশ পুরী আমার পছন্দের ভিলেন।২০০৫ সালের ১২ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন গুগলের তরফ থেকে একটি পোস্টে লেখা হয় যে প্রথম চেষ্টা ব্যর্থ হলে ফের চেষ্টা করো। চেষ্টা চালিয়ে যাও। আর হয়তো অমরেশ পুরী মতো তুমি শেষ করলে, যিনি প্রাথমিক বাধা কাটিয়ে উঠে বড় পর্দায় নিজের স্বপ্ন স্বার্থক করেছিলেন। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news