অষ্ট্রেলিয়ায় এবার জ়োয়ার ‘গালি বয়’

< 1 - মিনিট |

গালি বয়’ ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাট-এর অনবদ্ধ অভিনয় দেখেছেন দর্শক|এবার সেই অভিনয় দেখবে অস্ট্রেলিয়াবাসী |এবার ১০ বছরে পদার্পণ করল মেলবোর্নের এই ভারতীয় চলচ্চিত্র উৎসব

কে আর সি টাইমস ডেস্ক

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবে এবার জ়োয়া আখতার পরিচালিত হিন্দি ছবি ‘গালি বয়’-এর স্পেশাল স্ক্রিনিং । ১০ অগাস্ট এই চলচ্চিত্র উৎসবে স্ক্রিনিং হবে  এই ছবির | পাশাপাশি ওই দিনই পরিচালক জ়োয়া ভারতীয় সিনেমা নিয়ে দর্শকের সঙ্গে কথা বলবেন । ৮ আগস্ট থেকে ১৭ আগস্ট টানা ৯ দিন ধরে  চলবে এই উৎসব|  

‘গালি বয়’ ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাট-এর  অনবদ্ধ অভিনয় দেখেছেন দর্শক|এবার সেই অভিনয় দেখবে অস্ট্রেলিয়াবাসী |এবার ১০ বছরে পদার্পণ করল মেলবোর্নের এই ভারতীয় চলচ্চিত্র উৎসব|

গালি বয়ের গল্প অনুযায়ী , একটি তরুণের জীবনকাহিনী যে স্ট্রিট র‌্যাপের মাধ্যমে মুক্ত হতে চায় তা দেখানো হয়েছে ছবিতে । মুরাদ ওরফে অভিনেতা রণবীর, মুম্বাইয়ের বস্তির একটি ছেলে, যার ভাই রয়েছে, সঙ্গে মা  ও ঠাকুমা। এরা সবাই এক চিলতে একটি বাড়িতে থাকে। মুরাদের  বাবা  একজন গাড়িচালক, যে তার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে, যার বয়স মুরাদের থেকে কিছুটা বেশি। এত কিছুর মধ্যে আশার আলো পাগলের মতো পজেসিভ সফীনা ওরফে আলিয়া, যে সারাক্ষণ মুরাদের স্বপ্নকে সমর্থন করে পাশে থাকতে চায়। আর সেকারণেই সমস্তরকম ঝুঁকি নিয়ে কাজ করে যায়, পরবর্তী ধাপে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। সব অন্ধকার থেকে মুক্তি দেওয়ার জন্য দূত হয়ে আসে র‌্যাপ। আর এই নিয়েই এগোবে ছবির গল্প  |

চলচ্চিত্র উৎসবের  প্রসঙ্গে পরিচালক জ়োয়া বলেন, ‘ভারতীয় সিনেমা যে সীমান্ত পেরিয়ে সারা বিশ্বে ঘুরছে তা দেখে ভালো লাগে । একজন ছবি নির্মাতা হিসেবে এই অভিজ্ঞতা অসাধারণ । ভারতীয় সিনেমা নিয়ে বিভিন্ন জায়গায় উদযাপন তার থেকেও বেশি রোমাঞ্চকর | অস্ট্রেলিয়ায় অনেক ভারতীয় রয়েছে । অস্ট্রেলিয়ার দর্শকের কাছে ‘গালি বয়’-র স্পেশাল স্ক্রিনিং ও ভারতীয় সিনেমা আলোচনা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি’|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *