হিমালয়ের কোলে, প্রত্যন্ত এক গ্রামের কৃষকের কাহিনী নিয়েই তথ্যচিত্র ‘মোতি বাঘ’
হিমালয়ের কোলে, প্রত্যন্ত এক গ্রামের কৃষকের কাহিনী নিয়েই তথ্যচিত্র ‘মোতি বাঘ’ মনোনীত হল অস্কারের জন্য। যা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতও। পরিচালক নির্মল চান্দের ডান্ড্রিয়ালকে ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। ছবিটির মূল গল্প তৈরি হয়েছে পাওরি গারওয়াল এলাকার হত দরিদ্র কৃষক বিদ্যাদূতের কঠিন জীবন নিয়ে। ছবি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, প্রত্যন্ত এক গ্রামের কৃষকের কঠিন জীবন নিয়ে তৈরি এই তথ্যচিত্রের মাধ্যমে সেখানকার গ্রামের যুব সম্প্রদায় অনুপ্রাণিত হবেন। তাঁদের সমাজে অনেক কর্মক্ষেত্র তৈরি হবে। প্রত্যন্ত এলাকা থেকে মানুষের স্থানান্তর হওয়াও অনেক হারে কমবে বলে মন্তব্য করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।