অস্ত্রসস্ত্র নয়, ধানের ছড়া হাতে গ্রাম বাংলার মায়ের আদলে দাস কলোনিতে মা-দুর্গা

< 1 - মিনিট |

পুজোর প্যান্ডেল গড়ে তোলা হবে গামছা, কুলো, ধানের ছড়া ইত্যাদি ব্যবহার করে

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি -অস্ত্রসস্ত্র নয়, ধানের ছড়া হাতে গ্রাম বাংলার মায়ের আদলে দাস কলোনিতে মা-দুর্গা। বন্যা পরবর্তী সময়ে যুদ্ধ, অস্ত্রশস্ত্র এবং সবধরণের যন্ত্রণা ভুলে চার দিন মা’দুর্গাকে নিয়ে আনন্দে কাটাতেই পঞ্চায়েত রোড সার্বজনীন দূর্গা পূজা কমিটির এই উদ্যোগ।

পুজোর প্যান্ডেল গড়ে তোলা হবে গামছা, কুলো, ধানের ছড়া ইত্যাদি ব্যবহার করে। পুজোর থিম যেখানে গ্রাম বাংলা, মা’দুর্গা তার সন্তানদের নিয়ে একেবারে গ্রামাঞ্চলের মায়ের বেশে আসবেন। তার দশ হাতে থাকছে ধানের ছড়া, অর্থাৎ বন্যা পরবর্তী সময়ে পৃথিবীকে পুনরায় শস্য শ্যামলা করে তুলবেন তিনি।

পঞ্চমীতে মূর্তি এসে পৌঁছবে মন্ডপে এবং ষষ্ঠীতে আনুষ্ঠানিক উদ্বোধন। পূজোর তিন দিন প্রসাদ বিতরণ করা হবে এবং প্রতিদিন থাকবে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তাৎক্ষণিক বক্তৃতা, ধুনুচি নাচ, দিদি নম্বর ওয়ান ইত্যাদি প্রতিযোগিতার পাশাপাশি স্থানীয় শিল্পীরা গান গাইবেন অনুষ্ঠানে। নবমীতে থাকছে বিশেষ বাউল গানের অনুষ্ঠান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুজো একেবারে প্লাস্টিক বর্জিত থাকবে এবং শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত সংখ্যক ভলেন্টিয়ার থাকবেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রবেশ এবং নিকাশের আলাদা আলাদা গেট থাকবে। সঙ্গে মন্ডপের পুরো এলাকাকে সিসিটিভি র আওতায় আনা হবে। পুজোর সময় যাতে এলাকায় আবর্জনা ছড়িয়ে না পড়ে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যেখানে সহায়তা করবে শিলচর পুরসভা।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি শিল্পী চক্রবর্তী, সম্পাদক রামকুমার দে, সহ-সভাপতি মিহির কান্তি রায়, রিতেন ভট্টাচার্য, মানষ দত্ত, সাধারণ সম্পাদক গণেশ দাস, অভিজিৎ বণিক, বিরাজ বণিক, সুমন সূত্রধর সহ অন্যান্যরা। কাছার জেলা সহ বরাক উপত্যকার প্রত্যেক ধর্ম প্রাণ ব্যক্তি কে তারা পুজোয় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Promotional

বিজ্ঞাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *