আইফা অ্যাওয়ার্ড ২০১৯ : সেরা অভিনেতা রণবীর সিং

< 1 - মিনিট |

আলিয়া ভট্টর মাথায় উঠল সেরা অভিনেত্রীর মুকুট

কে আর সি টাইমস ডেস্ক

সারা বছর ধরেই সিনেপ্রেমী থেকে তারকা সকলেরই চোখ থাকে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (আইফা)-র দিকে। তারকাদের মধ্যে কার মাথায় উঠল সেরার মুকুট? কোন ছবিই বা জিতে নিল সেরার শিরোপা ? সেরা হলেল কোন অভিনেতা-অভিনেত্রী? সেরা পরিচালকই বা কে? এমনই বহু প্রশ্নের উত্তর মিলল। এ বছর মায়ানগরী মুম্বইয়ে অনুষ্ঠিত হল ২০ তম আইফা অ্যাওয়ার্ড। 

আইফায় সেরার মুকুট কাদের মাথায় এক নজরে :

সেরা অভিনেতা : ‘পদ্মাবত’ ছবির জন্য সেরা অভিনেতার (পুরুষ) মুকুট উঠেছে অভিনেতা রণবীর সিংয়ের মাথায়।  

সেরা অভিনেত্রী : ‘রাজি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। 

সেরা পরিচালক : এবারের আইফায় সেরা পরিচালকের মুকুট উঠেছে শ্রীরাম রাঘবন (অন্ধাধুন)-এর মাথায়। 

সেরা ছবি : ২০ তম আইফায় সেরা ছবির শিরোপা অর্জন করেছে আলিয়া ভট্ট-ভিকি কৌশল অভিনীত ‘রাজি’। 

সেরা নবাগত অভিনেতা : সেরা নবাগত অভিনেতার শিরোপা অর্জন করেছেন ইশান খাট্টার (ধড়ক)। ইরানি পরিচালক মাজিদ মাজিদির হাত ধরে সেলুলয়েডে পা রাখেন ইশান খাট্টার। ‘বিয়োন্ড দ্য ক্লাউডস’ সিনেমার মাধ্যমে সিনেমা জগত্‍ প্রবেশ হয় ইশানের। তারপরে বলিউডে শশাঙ্ক খৈতানের ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন ইশান খট্টর।  সেরা নবাগত অভিনেত্রী : সেরা নবাগত অভিনেত্রীর মুকুট উঠেছে সারা আলি খানের মাথায় (কেদারনাথ)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *