দীর্ঘ গবেষণার পরেই মঙ্গল অভিযানে সফল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এক্ষেত্রে ভারত তাদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই | নাসা যেখানে দ্বিতীয় পদক্ষেত্রে এই অভিযানে সফল ভারত সফল হয়েছে প্রথম পদক্ষেপেই
বিজ্ঞান কখনও মিথ্যা কথা বলে না | আর গবেষণা ছাড়া বিজ্ঞান কখনও সফল হয় না। তাই এবার দেশের মহাকাশ গবেষণা নিয়ে গল্প বাঁধলেন জগন শক্তি | বৃহস্পতিবার মুক্তি পেল জগন শক্তি পরিচালিত ‘মিশন মঙ্গল’-এর ট্রেলার|
দীর্ঘ গবেষণার পরেই মঙ্গল অভিযানে সফল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এক্ষেত্রে ভারত তাদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই | নাসা যেখানে দ্বিতীয় পদক্ষেত্রে এই অভিযানে সফল ভারত সফল হয়েছে প্রথম পদক্ষেপেই। আর খুবই কম খরচে এই মঙ্গল অভিযান সফল করেছেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরোর বিজ্ঞানীদের সেই কাহিনিই উঠে আসছে মিশন মঙ্গল’ ছবিতে। ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার, বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, কীর্তি কুলহারি শরমন যোশি ও নিত্যা মেননের মতে এক ঝাঁক তারকা সহ আরও অনেককে। ১৫ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘মিশন মঙ্গল’।