এবার পর্দায় ফুটবলার কৃশানু দে কে নিয়ে বায়োপিক

< 1 - মিনিট |

এবার ফুটবলার কৃশানু দে’র জীবন ফুটে উঠবে সিনেমার পর্দায় | তাঁর অকাল প্রয়াণের পর প্রায় ষোলো বছর পেরিয়ে গেছে

কে আর সি টাইমস ডেস্ক

এবার ফুটবলার কৃশানু দে’র জীবন ফুটে উঠবে সিনেমার পর্দায় | তাঁর অকাল প্রয়াণের পর প্রায় ষোলো বছর পেরিয়ে গেছে | কিন্তু আজও তাঁর বাঁ-পায়ের মাদকতা ছড়িয়ে রয়েছে সমস্ত বাঙালির মধ্যে। তাই এবার ‘জ্যোতি প্রোডাকশন’ সহায়তায় তৈরী হতে চলেছে ফুটবলার কৃশানু দে’র জীবন নিয়ে বায়োপিক |

কৃশানু দে বায়েপিকের কাহিনিকার চারজন লেখক- সৌভিক দাশগুপ্ত, কল্লোল লাহিড়ী, চন্দ্রদয় পাল ও অভ্র চক্রবর্তী। কৃশানুর ছোটবেলা থেকে শুরু করে ফুটবলার  হয়ে ওঠা,সবটাই  ওয়েব সিরিজে তুলে ধরা হবে। এছাড়াও ভারতীয় মারাদোনার নানা অজানা ছবিও ফুটে উঠবে বায়োপিকে। কৃশানুর চরিত্রে অভিনয় করবেন মহারাষ্ট্রের অনুরাগ উরহাম । বছর আঠাশের অনুরাগ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার স্নাতক। কৃশানুর চরিত্রে অভিনয় করার প্রস্তুতি হিসাবে এখন প্রায় রোজই দক্ষিণ কলকাতার এক মাঠে সকালে চার ঘণ্টা করে ফুটবল অনুশীলন চলছে অনুরাগের । সঙ্গে কৃশানুর পুরনো ম্যাচের নানা ক্লিপিংসও বারবার দেখছেন, যাতে সুপারস্টার ফুটবলারের সেই সমস্ত ট্রেডমার্ক মুভমেন্টগুলো ঠিকঠাক করতে পারেন। 

কৃশানু দে-কে ভারতীয় মারাদোনা বলা হত | কেন তাঁকে মারাদোনা বলা হত সেই বিষয়টাও  তুলে ধরা হবে বায়োপিকে | আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বায়োপিকের শুটিং। এ বছরের আগস্ট মাসেই মুক্তি পাবে এই বায়োপিক|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *