এবার পুজোয় তিনটি ছবির প্রযোজনায় প্রসেনজিৎ

< 1 - মিনিট |

তিনটি ছবিরই বিষয়বস্তু একেবারে অন্য ধরনের । তবে, প্রতিটি ছবিই খাবারকে কেন্দ্র করে ।আর প্রতিটি ছবিরই প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

কে আর সি টাইমস ডেস্ক

আর মাত্র কয়েকদিন তারপরেই দুর্গাপুজোয় মেতে উঠবে শহরবাসী|ইতিমধ্যেই পুজো প্যান্ডেলের খুঁটি পুজো গুলো আভাস দিচ্ছে পুজো আর বেশি দেরী নেই | তবে,পুজো মানেই বাঙালির কাছে জমিয়ে খাওয়া |তাই ভোজন রসিক বাঙালির কথা মাথায় রেখে এবার পুজোয় তিনটি রসনা ব্যঞ্জন ছবির প্রযোজনার দায়িত্ব নিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা।
তিনটি ছবির প্রথম গল্প দেবারতি গুপ্ত পরিচালিত  ‘ফিলটার কফি লিকার চা’। দক্ষিণী ছেলে ও বাঙালি মেয়ে নিয়ে এগোবে ছবির কাহিনি। দক্ষিণী ছেলের ভূমিকায় দেখা যাবে নিশান কেপি নানইয়াকে আর মেয়ের চরিত্রে প্রিয়াঙ্কা সরকারকে । এই ছবিতে অভিনেত্রী ঈশা সাহাও রয়েছেন। আগামী ১৫ জুন থেকে শুরু হবে ছবির শুটিং। দ্বিতীয় গল্প অদিতি রায়ের পরিচালনায় ‘দাওয়াত-এ বিরিয়ানি’। এক মহিলার ফিরে আসার গল্পকে কেন্দ্র করে এগোবে ছবির গল্প । এই ছবিতেই দেখা যাবে সুহাসিনী মুলেকে। এই ছবির শুটিং শুরু হবে ৮ অগাস্ট । তৃতীয় ছবির নাম  ‘ডাব চিংড়ি’। সুদীপ দাসের পরিচালনায় এই ছবিতে দেখা যাবে সন্ধ্যা রায়কে। হারিয়ে যাওয়া বাঙালি রান্নার গল্পই চিত্রিত হবে বৃদ্ধাশ্রমের আড়ালে। ২৪ জুলাই থেকে শুটিং শুরু হবে এই ছবির।
তিনটি ছবিরই বিষয়বস্তু একেবারে অন্য ধরনের । তবে, প্রতিটি ছবিই খাবারকে কেন্দ্র করে ।আর প্রতিটি ছবিরই প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news