কবি প্রণাম

< 1 - মিনিট |

দিল্লির বেঙ্গল এসোসিয়েশনে আয়োজিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মোৎসব

কে আর সি ডেস্ক

বেঙ্গল এসোসিয়েশন গত ৩৮ বছর ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মোৎসব উপলক্ষে  প্রভাতি অনুষ্ঠান করে আসছে । গত ৫ই মে দিল্লির মণ্ডি হাউস এলাকা  স্থিত রবিন্দ্র ভবনে ‘কবি প্রনাম ‘ নামে কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৯ তম জন্মবার্ষিকী প্রভাতি অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল ।

সকাল ৬টায় সমবেত কণ্ঠে ‘ হে নূতন ‘ দিয়ে আরম্ভ হল , একে একে বিভিন্ন  গোষ্টি ও একক শিল্পীরা গান, কবিতা ও নৃত্য পরিবেশনের দ্বারা অনুষ্ঠান এগিয়ে নিয়ে চললেন । প্রায় ১১.৩০ নাগাদ সমবেত কন্ঠে পরিবেশিত ‘ ঐ মহামানব আসে ‘ গান দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হল ।

প্রাঙ্গণে বেঙ্গল এসোসিয়েশনের ‘বুক শপ ‘ এর সৌজন্যে রবীন্দ্রনাথের বিবিধ বইয়ের সম্ভার বিক্রয়ার্থে রাখা ছিল । এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন সেনগুপ্ত জানালেন যে বইয়ের বিক্রয় আশাতীত ভালো হয়েছে । শিল্পী ও দর্শকদের জন্য চা , কফি ও জলযোগের যোগান দিতে একটি স্টল ও ছিল ।

দিল্লির প্রচণ্ড দাবদাহে যাতে শিল্পী ও দর্শকদের কষ্ট না হয় সে কথা মাথায় রেখে বেঙ্গল এসোসিয়েশন ঠাণ্ডা পানিয় জলের ও এয়ার কুলারের ব্যবস্থাও রেখেছিল ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *