কলকাতা খাদ্যরসিকদের নতুন ডেস্টিনেশন

< 1 - মিনিট |

কলকাতার প্রতিষ্ঠিত খ্যাতনামা রেস্তোরাঁর নতুন কাফে এবার রবীন্দ্রতীর্থ, নিউ টাউন এ

কে আর সি টাইমস ডেস্ক

কলকাতার প্রতিষ্ঠিত খ্যাতনামা রেস্তোরাঁর নতুন কাফে এবার রবীন্দ্রতীর্থ, নিউ টাউন এ।

কাফে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল এবং গান পরিবেশন করেছেনসিধু এবং জয়তী চক্রবর্তী  দেরমতন  বিশিষ্ট শিল্পীরা। এই অনুষ্ঠানে স্পেশালি এবেল্ড শিশুরা তাদের নৃত্য পরিবেশন করেছে।

এ যেন এক স্বপ্ন সফল হওয়ার গল্প। কাফের উদ্যোক্তা ছন্দা চক্রবর্তী মনে করেন এই কাফে হাজার হাজার মানুষের প্রয়োজন মেটাবে। শুধু মাত্র মহিলাদের নিয়ে এরম একটি ক্যাফে পরিচালনার ক্ষেত্রেও অনন্য নজির গড়তে চলেছেন  ছন্দা দেবী। তিনি  বলেন, ছোট্ট থেকেই রান্নায় আগ্রহী ছিলাম। স্বপ্ন ছিল এক বড়  রেস্তোরাঁ গড়ার । গত কিছু মাসে সেটি সত্যি হয়েছে। পরিবার সবসময় সঙ্গ দিয়েছে আমার এই স্বপ্ন কে সত্যি করতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news