কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার ‘উড়োজাহাজ’

< 1 - মিনিট |

২৫ তম বর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ) এক অন্য মাত্র পাবে। রজতজয়ন্তী বর্ষে কেআইএফএফ দর্শকদের অন্যতম উপহার দেবে। আর তাই এই বছর মায়েস্ত্রো বিভাগে দেখানো হবে বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘উড়োজাহাজ’।

কে আর সি টাইমস ডেস্ক

বলা যেতেই পারে ২৫ তম বর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ) এক অন্য মাত্র পাবে।   রজতজয়ন্তী বর্ষে কেআইএফএফ দর্শকদের অন্যতম উপহার দেবে।  আর তাই এই বছর মায়েস্ত্রো বিভাগে দেখানো হবে বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘উড়োজাহাজ’।

ছবির গল্প অনুযায়ী,একটি গ্রামে বাস করে এক ব্যক্তি ও তার স্ত্রী।  আর  সেখানেই জঙ্গলের মধ্যে খুঁজে পায় জাপানের পুরনো ডব্লু ডব্লু টু যুদ্ধবিমান। এই বিমানই ধীরে ধীরে স্বপ্ন হয়ে ওঠে তার, আর এই পথ ধরেই এগোতে থাকে গল্পের গতি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে পার্নো মিত্র, চন্দন রায় সান্যালকে। 

নভেম্বরের ৮ থেকে ১৫ তারিখ নন্দনে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।  উল্লেখ্য,এই বছর কেআইআইএফ এর অ্যাডভাইজারি কমিটির তালিকা পরিবর্তিত হয়েছে।  সেখানেই  চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে  রাজ চক্রবর্তীকে ,মুখ্য উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়েছে অরূপ বিশ্বাস ও কো-চেয়ারম্যান পদে ইন্দ্রনীল সেন|তাছাড়াও উপদেষ্টা কমিটি সদস্যপদে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌতম ঘোষ, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, সন্দীপ রায়, রঞ্জিত মল্লিক, অরিন্দম শীল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news