পরিচালক ইন্দ্রাশিসের ‘পার্সেল’ ছবিটি মূলত সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার
প্রতি বছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে
(কেআইএফএফ) কেন্দ্র করে তুমুল উৎসাহ থাকে সিনেপ্রেমীদের মনে। আর এই বছর ২৫ বছরে পা
দেবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই বছর কেআইএফএফ–এর তালিকায় জায়গা করে নিল পরিচালক
ইন্দ্রাশিস আচার্যের ‘পার্সেল’।
পরিচালক ইন্দ্রাশিসের ‘পার্সেল’ ছবিটি মূলত সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার।
‘পার্সেল’ ছবির গল্প একটি পার্সেলকেই কেন্দ্র
করে। ছবির মূল চরিত্রে দেখা যাবে
ঋতুপর্ণা-শাশ্বতকে। ঋতুপর্ণা-শাশ্বতকে ছাড়াও ছবিতে দেখা যাবে অনিন্দ্য
চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, অম্বরীশ
ভট্টাচার্য ছাড়াও আরও অনেকেকে।