ইস্ট-ওয়েস্ট বেঙ্গলের কথা থেকে দেশভাগের সময়ে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সবই ফুটে উঠবে এই তথ্যচিত্রে
ইস্টবেঙ্গলের খুশির জোয়ারে এবার যোগ হল আরও সুখবর। শতবর্ষে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের উপর তথ্যচিত্র তৈরি করতে চলেছেন প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ।
কিছু বাঙালির অন্যতম নস্টালজিয়া ইস্টবেঙ্গল। এইদিন সকাল থেকেই ময়দানের রং মেতেছে লাল হলুদে। সকাল থেকেই যেন চাঁদের হাট বসে ছিল ময়দান প্রাঙ্গণে। শতবর্ষের উচ্ছ্বাসে মাত্রা আনে আরও একটি সুখবর । পরিচালক গৌতম ঘোষ বানাতে চলেছেন ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ-র উপর একটি তথ্যচিত্র ।
শতবর্ষ-র অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা ঘোষণা করলেন গৌতম ঘোষের সেই তথ্যচিত্রের কথা।
এই তথ্যচিত্রে দেখা যাবে বিগত একশ বছরের নানাবিধ গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনাও । ২০০৩ সালের ঐতিহাসিক রাশিয়ান কাপ জয় হোক কিংবা পি ভেঙ্কটেশ, অপ্পা রাও, আহমেদ খান, পিবি সালেহ এবং ধনরাজের কৃতিত্বের কাহিনি, সবই উঠে আসবে এই তথ্যচিত্রে। ইস্ট-ওয়েস্ট বেঙ্গলের কথা থেকে দেশভাগের সময়ে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সবই ফুটে উঠবে এই তথ্যচিত্রে । জনপ্রিয় এবং বর্ষীয়ান ফুটবলারদের অভিজ্ঞতার পাশাপাশি অনুভূতিও থাকবে এই ছবিতে । ছবির নাম কি হবে বা অভিনেতা অভিনেত্রী কে থাকবে তা অবশ্য জানা যায়নি ।তবে,শুটিং শুরু হবে খুব শীঘ্রই ।