চলুন হরিদ্বার ঘুরে আসি

< 1 - মিনিট |

যে কোন শহর কে জানতে হলে হয় পায়ে হেঁটে নাহলে সাইকেল রিকশায় ঘুরতে হবে

কে আর সি টাইমস ডেস্ক

দিল্লিতে থাকার দরুন হাতে সময় ও অর্থ থাকলেই একবার হরিদ্বার ঘুরে আসি । বড় পছন্দের জায়গা আমার । গঙ্গাস্নানের এমন আনন্দ আর কোথাও পাইনি । ভারতের অনেক প্রদেশ থেকে এখানে বেড়াতে আসেন বহুলোক হ্যাঁ পুন্য সঞ্চয়ীরা তো আছেনই । সুদুর বাংলা থেকেও প্রায় প্রতিদিন যাত্রীরা আসেন কেউ থাকেন ভারত সেবাশ্রমে কেউবা ভোলাগিরি আশ্রমে কেউ কেউ আবার অগ্রিম খোঁজখবর নিয়ে অবাঙ্গালি আশ্রমে বা গঙ্গা তীরবর্তী হোটেল গুলো তে । গ্রীষ্মের ছুটি চলাকালীন ভিড় বেশী হয় তবে ঐ সময় পাহাড়ে বৃষ্টি হওয়ার কারণে গঙ্গার জল ঘোলাটে হয় যায় । কাঁচের মত জল দেখতে হলে পুজোর পরই উপযুক্ত সময় ।তবে ঐ সময় শীতকালীন জামাকাপড় সঙ্গে রাখতে হবে , সকাল বিকেল ঠাণ্ডা ভালোই পড়ে ।

বেশিরভাগ যাত্রীরাই কন্ডাক্টেড ট্যুরে গাইডের সাহায্য নিয়ে হরিদ্বার দর্শন করেন সে এমন মন্দ কিছু নয় নিরঝঞ্জাট তো বটেই । তবে কি হয় জানেন ? অনেক জায়গা না দেখা থেকে যায় । এবার যখন যাবেন এই মন্দির গুলি না দেখা থাকলে দেখে আসবেন ।

যেমন বিল্বকেশর মহাদেব । দেবপুরা চৌক থেকে মনসা মন্দিরের দিকে যেতে  বাঁহাতি পথ ধরে রেল পুলের তলা দিয়ে গিয়ে ডানহাতি পাহাড়ি পথ ধরে এগুলেই পৌছে  যাবেন বিল্বকেশর মহাদেব মন্দির । দর্শন করে পুজো দিয়ে ঐ পাহাড়ি পথ ধরে এগিয়ে চললে পৌঁছে  যাবেন ভোলা্নন্দ গিরি মহারাজের  সাধন গুহায় ।

বিল্বকেশর মহাদেবের দর্শন করে ঐ  পথেই ফিরে এসে বড় রাস্তা পেরিয়ে গিতা ভবনের পিছনে মায়া  দেবীর মন্দির দর্শন ক্রুন । প্রচলিত বিশ্বাস মায়া দেবীর মন্দির দর্শন না করলে হরিদ্বার দর্শন সম্পূর্ণ হয় না । এই মন্দিরে মূল বিগ্রহ ছাড়াও দশ মহাবিদ্যার মূর্তি ও বীজমন্ত্র লেখা আছে ।

গাড়ি ভাড়া করে কঙ্খল ঘুরে আসুন । দক্ষ মহারাজের প্রাসাদ তো দেখবেনই পথে পারদেশ্বর মহাদেব ও রুদ্রাক্ষ বৃক্ষ দেখুন ।

কন্ডাক্টেড ট্যুরে পুরো হরিদ্বারই দর্শন হবে তবে এই  মন্দিরগুলি সাধারণত দেখায় না বলে এগুলির কথা লিখলাম ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *