জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া হিমালয় পার্বত্য অঞ্চলের ছয়টি জায়গায় সমীক্ষা চালিয়ে ৩৭ ধরনের স্তন্যপায়ী প্রাণী শনাক্ত করেছে

< 1 - মিনিট |

সংখ্যার নিরিখে ১৩ ধরনের প্রজাতি নিয়ে গবেষণা করা হয়েছে

কেআরসি টাইমস কলকাতা ব্যুরো

জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-র একদল বিজ্ঞানী হিমালয় পার্বত্য অঞ্চলে বৃহদাকার স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে গবেষণা চালিয়েছেন। লাহুল ও স্পিতি, উত্তরকাশী, দার্জিলিং, পূর্ব সিকিম, পশ্চিম কামেং এবং পূর্ব সিয়াং – এই ছয়টি জায়গায় স্তন্যপায়ী প্রাণীদের ৪ হাজার ৮০৬টি মলের নমুনা পরীক্ষা করে জিনগত গবেষণা করা হয়েছে। হিমালয় পার্বত্য অঞ্চলে এ ধরনের এত বড় উদ্যোগ পূর্বে নেওয়া হয়নি। জেডএসআই – এর বিজ্ঞানী শ্রী মুকেশ ঠাকুর জানান, হিমালয় ও হিমালয় সন্নিহিত অঞ্চলে এই ছটি জায়গার কমপক্ষে একটি অঞ্চলে তাঁদের দলের সদস্যরা নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। জেডএসআই – এর নির্দেশক ডঃ ধৃতি বন্দ্যোপাধ্যায় জানান, এর আগে একটি প্রকল্পে এত বেশি সংখ্যক প্রজাতির উপর গবেষণা চালানো হয়নি।  

বিজ্ঞাপন

বিজ্ঞানীরা ১৩টি প্রজাতির জিনগত পরীক্ষা-নিরীক্ষার পর ৩৭টি স্তন্যপায়ী প্রাণীকে শনাক্ত করেছেন। তাঁরা নির্দিষ্ট সময় অন্তর প্রজাতিগুলির সম্পর্কে তথ্য সংগ্রহ করে মোট কত প্রাণী রয়েছে, সেই সংখ্যা নির্ধারণ করেছেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সহায়তায় হিমালয় পার্বত্য অঞ্চলে পরীক্ষা-নিরীক্ষার জন্য জাতীয় মিশনের আওতায় এই পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এর মাধ্যমে বিভিন্ন অঞ্চলে কোন্‌ কোন্‌ প্রজাতির প্রাণী বসবাস করে, সে বিষয়ে ধারণা পাওয়া সম্ভব হয়েছে।

এ সংক্রান্ত একটি প্রতিবেদন ১১ সেপ্টেম্বর থেকে অনলাইনে সর্বসাধারণের জন্য আপলোড করা হয়েছে। প্রাপ্ত তথ্যগুলি সংশ্লিষ্ট অঞ্চলের বন্যপ্রাণ সংরক্ষণে আগামী দিনে সহায়ক হবে।

Promotional

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *