খুব শীঘ্রই আসতে চলেছে অতনু রায় চৌধুরী প্রযোজিত নতুন ছবি ‘টনিক’
নায়িকাবিহীন ছবিতে এবার তারকা সাংসদ দেব । আর সেখানে একই ফ্রেমে দেখা যাবে পরাণ বন্দোপাধ্যায় ও অভিনেতা দেবকে । খুব শীঘ্রই আসতে চলেছে অতনু রায় চৌধুরী প্রযোজিত নতুন ছবি ‘টনিক’ । শুক্রবার থেকে শুরু হল ছবির শ্যুটিং । মুক্তি পেল ‘টনিক’ ছবির পোস্টারও ।
কালিম্পং-এ চলছে ‘টনিক’-এর শ্যুটিং । শ্যুটিং স্পট থেকে ইন্সট্রাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে দেব লিখেছেন, ‘আজকে আমাদের টনিক এর প্রথম দিন এর শ্যুটিং শুরু হল, স্বাগত জানাই আমাদের পরিচালক অভিজিৎ সেন-কে, তার এক নতুন অধ্যায়ের সূচনা আজ থেকে, শুভকামনা রইল। ‘টনিক’ এক অন্য স্বাদের সিনেমা হবে তা বলাই যেতে পারে ছবিতে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়াকে । ছবিতে শকুন্তলার বিপরীতে থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। ছবির অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন দেব । ছবিতে দেবের বিপরীতে কোনও নায়িকা নেই| সবকিছু ঠিক থাকলে ছবি মুক্তির পাবে আগামী বছর গ্রীষ্মের সময়।