লম্বা নাক, মুখ ভর্তি পাকা দাড়ি, চোখে গোল ফ্রেমের চশমা।কপালের চামড়া কুঁচকে গেছে ৷ গালের চামড়া ঝুলে গেছে৷ ৷ মাথার ওপর ফেজ টুপি | গুলাবো সিতাবো ছবিতে এই অবতারেই দেখা যাবে বচ্চনকে
একমুখ সাদা দাড়ি ঝুলে যাওয়া চমড়া, যাকে বলে থুত্থুরে বুড়ো এবার সেই বেশে প্রকাশ্যে এলেন বিগ বি ওরফে অমিতাভ বচ্চন| কিন্তু হঠাৎ এরকম বেশ ধারণের কারণ কি! কারণ শুক্রবার মুক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত নতুন ছবি গুলাবো সিতাবোর ফার্স্ট লুক|আর সেখানেই থুত্থুরে বুড়োর বেশে ধরা দিয়েছেন বিগ বি|
পিকু, তিন-এর পর আরও একবার পরিচালক সুজিতের সাথে গাটছড়া বাঁধলেন অমিতাভ। লম্বা নাক, মুখ ভর্তি পাকা দাড়ি, চোখে গোল ফ্রেমের চশমা।কপালের চামড়া কুঁচকে গেছে ৷ গালের চামড়া ঝুলে গেছে৷ ৷ মাথার ওপর ফেজ টুপি | গুলাবো সিতাবো ছবিতে এই অবতারেই দেখা যাবে বচ্চনকে | ইতিমধ্যেই এই ছবির বেশিরভাগটার শ্যুটিং শেষ হয়েছে| এই ছবির চিত্রনাট্য লিখেছেন জুহি চতুর্বেদি। ছবিতে এই প্রথম একসঙ্গে কাজ করেছেন অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা। ছবি প্রসঙ্গে সুজিতবলেন, ‘আমি ভেবেছিলাম ছবির কাজ শুরু করতে একটু দেরি হবে। কিন্তু সবাই কাজ করতে এতই আগ্রহী, এ বছরেই হয়তো মুক্তি পাবে ছবিটি’।