থুত্থুরে বুড়োর বেশে বিগ বি

< 1 - মিনিট |

লম্বা নাক, মুখ ভর্তি পাকা দাড়ি, চোখে গোল ফ্রেমের চশমা।কপালের চামড়া কুঁচকে গেছে ৷ গালের চামড়া ঝুলে গেছে৷ ৷ মাথার ওপর ফেজ টুপি | গুলাবো সিতাবো ছবিতে এই অবতারেই দেখা যাবে বচ্চনকে

কে আর সি টাইমস ডেস্ক

একমুখ সাদা দাড়ি ঝুলে যাওয়া চমড়া, যাকে বলে থুত্থুরে বুড়ো এবার সেই বেশে  প্রকাশ্যে এলেন বিগ বি ওরফে অমিতাভ বচ্চন| কিন্তু হঠাৎ এরকম বেশ ধারণের কারণ কি! কারণ  শুক্রবার মুক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত নতুন ছবি গুলাবো সিতাবোর ফার্স্ট লুক|আর সেখানেই থুত্থুরে বুড়োর বেশে ধরা দিয়েছেন বিগ বি|
পিকু, তিন-এর পর আরও একবার পরিচালক সুজিতের সাথে গাটছড়া বাঁধলেন  অমিতাভ। লম্বা নাক, মুখ ভর্তি পাকা দাড়ি, চোখে গোল ফ্রেমের চশমা।কপালের চামড়া কুঁচকে গেছে  ৷ গালের চামড়া ঝুলে গেছে৷ ৷ মাথার ওপর ফেজ টুপি | গুলাবো সিতাবো ছবিতে এই অবতারেই দেখা যাবে বচ্চনকে | ইতিমধ্যেই এই ছবির বেশিরভাগটার শ্যুটিং শেষ হয়েছে| এই ছবির  চিত্রনাট্য লিখেছেন জুহি চতুর্বেদি। ছবিতে এই প্রথম একসঙ্গে কাজ করেছেন অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা। ছবি প্রসঙ্গে সুজিতবলেন, ‘আমি ভেবেছিলাম ছবির কাজ শুরু করতে একটু দেরি হবে। কিন্তু সবাই কাজ করতে এতই আগ্রহী, এ বছরেই হয়তো মুক্তি পাবে ছবিটি’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *