দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এর সাথে উপভোগ করুন উৎসবের মরসুম

2 - মিনিট |

০১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত দৈনিক ভিত্তিতে দার্জিলিং ও ঘুমের মধ্যে এই জয় রাইড চলাচল করবে

কে আর সি টাইমস ডেস্ক

আসন্ন উৎসবের মরসুমে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-এর টয় ট্রেন পরিষেবার অধীনে চারটি নতুন স্পেশাল জয় রাইড পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসন্ন উৎসবের মরসুমের প্রতি লক্ষ্য রেখে ০১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত দৈনিক ভিত্তিতে দার্জিলিং ও ঘুমের মধ্যে এই জয় রাইড চলাচল করবে।

প্রত্যেকটি জয় রাইড স্পেশালে ০৩টি প্রথম শ্রেণি চেয়ার কার থাকবে। প্রত্যেকটি প্রথম শ্রেণির চেয়ার কার কোচে ৩০টি করে আসন থাকবে।

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট ও এনটিইএস-এর মাধ্যমে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

ট্রেন নং. ০২৫৪৭ (দার্জিলিং-ঘুম-দার্জিলিং) জয় রাইড স্পেশাল দার্জিলিং থেকে ০৯.২০ ঘণ্টায় রওনা দিবে এবং ঘুমে পৌঁছবে ১০.০৫ ঘণ্টায়। ফেরত যাত্রার সময়ে ট্রেনটি ঘুম থেকে ১০.২৫ ঘণ্টায় রওনা দিবে এবং ১০.৫৫ ঘণ্টায় দার্জিলিং পৌঁছবে।

ট্রেন নং. ০২৫৪৮ (দার্জিলিং-ঘুম-দার্জিলিং) জয় রাইড স্পেশাল দার্জিলিং থেকে ১১.২৫ ঘণ্টায় রওনা দিবে এবং ১২.১০ ঘণ্টায় ঘুম পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে ১২.৩০ ঘণ্টায় রওনা দিবে এবং ১৩.০০ ঘণ্টায় দার্জিলিং পৌঁছবে।

ট্রেন নং. ০২৫৪৯(দার্জিলিং-ঘুম-দার্জিলিং) জয় রাইড স্পেশাল দার্জিলিং থেকে ১৩.২৫ ঘণ্টায় রওনা দিবে এবং ১৪.১০ ঘণ্টায় ঘুম পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে ১৪.৩৫ ঘণ্টায় রওনা দিবে এবং ১৫.০৫ ঘণ্টায় দার্জিলিং পৌঁছবে।

ট্রেন নং. ০২৫৫০(দার্জিলিং-ঘুম-দার্জিলিং) জয় রাইড স্পেশাল দার্জিলিং থেকে ১৫.৩০ ঘণ্টায় রওনা দিবে এবং ১৬.১৫ ঘণ্টায় ঘুম পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে ১৬.৩৫ ঘণ্টায় রওনা দিবে এবং ১৭.০৫ ঘণ্টায় দার্জিলিং পৌঁছবে।

Advertisement

যে শিক্ষার্থীরা তাদের নিবন্ধ, ভিডিও কনটেন্ট, ফটোগ্রাফ ইত্যাদি স্টুডেন্টস কর্নার সেগমেন্টে ( সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণের সাপেক্ষে ) প্রকাশ করতে আগ্রহী, লিখতে পারেন,: Email; krctimes@gmail.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *