ফের রুপোলি পর্দায় আসতে চলেছেন ডিস্কো ড্যান্সার | লম্বা বিরতির পর আবার শুটিং ফ্লোরে ফিরছেন সকলের প্রিয় মিঠুন চক্রবর্তী
ফের রুপোলি পর্দায় আসতে চলেছেন ডিস্কো ড্যান্সার | লম্বা বিরতির পর আবার শুটিং ফ্লোরে ফিরছেন সকলের প্রিয় মিঠুন চক্রবর্তী | সহজ পাঠের গপ্পো’ খ্যাত পরিচালক মানস মুকুল পালের আগামী ছবিতে দেখা যাবে পর্দার ‘ডিস্কো ডান্সার’কে।
স্বাধীনতা সংগ্রামী দীনেশগুপ্তের বায়োপিক বানাচ্ছেন পরিচালক মানস মুকুল পাল। দীর্ঘ দিন ধরেই স্বাধীনতা সংগ্রামী বিনয়-বাদল দীনেশের দীনেশ গুপ্তকে নিয়ে ছবি করার ইচ্ছা ছিল পরিচালকের। আর সেই দীনেশের বায়োপিকেই অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। তবে, কোন চরিত্রে তা এখনই বলতে নারাজ পরিচালক| উল্লেখ্য, ২০০৯ সালে ‘লাক’ ছবির শুটিং করতে গিয়ে পিঠে আঘাত পান মিঠুন। তারপর থেকে সেই ব্যথা তাঁকে ভোগাচ্ছিল। প্রায়ই পিঠে ব্যথা হত তাঁর। ২০১৬-য় সেই ব্যথা নিয়েই তিনি হাসপাতালে ভরতি হন। পুরোদমে চলছিল তাঁর চিকিৎসা। কিন্তু দু’বছর কেটে গেলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। গত বছর মে মাসেও পিঠে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভরতি হন মিঠুন। অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ডিসেম্বরে ফের মাথাচাড়া দেয় সেই ব্যথা। তাই আর ঝুঁকি নিতে চায়নি তার পরিবার। চিকিৎসা করতে লস অ্যাঞ্জেলস নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানকারই একটি হাসপাতালে চিকিৎসা হয় তাঁর। অসুস্থ হওয়ার পর থেকে কার্যত অন্তরালেই চলে গিয়েছিলেন ছবির জগতের এই মেগা স্টার। গত এপ্রিলে বহুদিন পর তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাওয়ায় তাঁকে জনসমক্ষে দেখতে পাওয়া যায়।