দুর্গাপুজোর আগেই মাতৃ আরাধনায় মেতে উঠলেন দেব

< 1 - মিনিট |

প্রকৃতই চেনা ছকের বাইরে নতুন বার্তা দেবে ‘সাঁঝবাতি’। প্রথমবার বড়পর্দায় একই সঙ্গে দেখা যাবে দেব ও সৌমিত্রকে | গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পাওলি দামকে

কে আর সি টাইমস ডেস্ক

এখনও তিনমাস বাকি দুর্গাপুজোর কিন্তু পুজোর আগেই মা দুর্গার আরাধনায় মেতে উঠলেন অভিনেতা তথা সাংসদ দেব | মুক্তি পেল লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ‘সাঁঝবাতি’-তে দেবের লুক| আর তা নিজেই ইন্সট্রাগ্রামে পোস্ট করলেন অভিনেতা|

‘মাটি’র পর লীনা ও শৈবালের এটি দ্বিতীয় ছবি। আক্ষরিক অর্থে বলতে গেলে, প্রকৃতই চেনা ছকের বাইরে নতুন বার্তা দেবে  ‘সাঁঝবাতি’। প্রথমবার বড়পর্দায় একই সঙ্গে দেখা যাবে দেব ও সৌমিত্রকে | গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পাওলি দামকে।ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং| চলতি বছরের বড়দিনে সিনেপ্রেমীদের উপহার হিসেবে আসছে ‘সাঁঝবাতি’।ছবির লুকে দেখা যাচ্ছে গলায় কালো সুতোয় বাঁধা তাবিজ। পরনে সাদা পাঞ্জাবি। গালে, বুকে হালকা সিঁদুরমাখা দেব।পিছনে মা দুর্গা দশমীর সাজে |  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news