তেলুগু ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজক এবং পরিচালক হিসেবেও কাজ করেছিলেন নির্মলা বিজয়া। তেলুগু ভাষায় মোট ৪৪টি ছবিতে পরিচালনা করেছেন তিনি
প্রয়াত হলেন প্রবীণ টলিউড অভিনেত্রী তথা পরিচালক নির্মলা বিজয়া। বুধবার মধ্যরাতে হায়দরাবাদের কন্টিনেন্টাল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয়েছে বর্ষীয়ান এই অভিনেত্রীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। প্রবীণ অভিনেত্রী নির্মলা বিজয়ার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। শোকস্তব্ধ দক্ষিণী সিনেমা জগৎও। ১৯৪৬ সালের ২০ ফেব্রুয়ারি তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন নির্মলা বিজয়া। তেলুগু ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজক এবং পরিচালক হিসেবেও কাজ করেছিলেন নির্মলা বিজয়া। তেলুগু ভাষায় মোট ৪৪টি ছবিতে পরিচালনা করেছেন তিনি। তেলুগু ছবিতে বিশেষ অবদানের জন্য ২০০৮ সালে রঘুপতি বেঙ্কাইয়া পুরস্কারে সম্মানিত করা হয়েছিল তাঁকে। অভিনেত্রী নির্মলা বিজয়ার একমাত্র ছেলে হলেন বিজয় নরেশ, তিনিও দক্ষিণী সিমেমার জনপ্রিয় অভিনেতা।