প্রয়াত প্রখ্যাত অভিনেতা গিরিশ কারনাড: শোকস্তব্ধ প্রধানমন্ত্রী, শোকের ছায়া শিল্পী মহলে

< 1 - মিনিট |

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে বেঙ্গালুরুতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশিষ্ট অভিনেতা গিরিশ কারনাড | মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর

কে আর সি টাইমস ডেস্ক

প্রয়াত হলেন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা এবং পরিচালক গিরিশ কারনাড| দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে বেঙ্গালুরুতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| বিশিষ্ট অভিনেতা গিরিশ কারনাডের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর| ১৯৩৮ সালের ১৯ মে তত্কালীন বম্বে শহরে জন্ম হয়েছিল গিরিশের| চার ভাই-বোনের মধ্যে তৃতীয় ছিলেন তিনি| প্রাথমিক পড়াশোনা কর্ণাটকে| অঙ্ক এবং সংখ্যাতত্ত্বে স্নাতক হওয়ার পর রাজনীতি এবং অর্থনীতি নিয়ে অক্সফোর্ডে পড়াশোনা করেন| বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গিরিশ| তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ায় সোমবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ বেঙ্গালুরুর লাভেলি রোডের বাড়িতে জীবনাবসান হয়েছে তাঁর|

চার দশকেরও বেশি সময় ধরে নাট্য চর্চার সঙ্গে যুক্ত ছিলেন গিরিশ কারনাড| হিন্দি ছাড়াও আরও বেশ কয়েকটি ভাষায় অভিনয় করেছিলেন তিনি| ১৯৬০ সালে কন্নড় ভাষায় লেখক হিসেবে গিরিশ পরিচিতি পেতে শুরু করেন| পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন গিরিশ| চারটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন গিরিশ কারনাড| ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত  ‘সংস্কার’ ছিল গিরিশের ডেবিউ ছবি| এছাড়াও ‘নিশান্ত’, ‘মন্থন’, ‘স্বামী’, ‘পুকার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছিলেন তিনি| ১৯৮৬-’৮৭-তে জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘মালগুড়ি ডেজ’-এ অভিনয় করেছিলেন গিরিশ কারনাড|

প্রখ্যাত অভিনেতা গিরিশ কারনাডের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সমস্ত মাধ্যমে বহুমুখী অভিনয়ের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন গিরিশ কারনাড|তাঁর মৃতু্যতে শোকস্তব্ধ| আত্মার শান্তি কামনা করি|’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও গিরিশ কারনাডের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড তারকারা| শোকের ছায়া শিল্পী মহলে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news