টলিউড বলিউডের সেনা মুখ অভিনেত্রী রাইমা সেন
টলিউড বলিউডের সেনা মুখ অভিনেত্রী রাইমা সেন। তবে, এবার টলিউড বা বলিউড নয় এবার তামিল ছবিতে ডেবিউ করতে চলেছেন রাইমা সেন। নবীন এম পরিচালিত ‘অগ্নি সিরাগুগাল’ –এ দেখা যাবে অভিনেত্রী রাইমাকে। অভিনেত্রী রাইমার বিপরীতে দেখা যাবে অরুণ বিজয়কে। ছবিতে রাইমা সেনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অভিনেতা অরুণকে। ‘অগ্নি সিরাগুগাল’ ছবিতে রাইমার চরিত্রের নাম স্মিতা। রাইমা ও অরুণ ছাড়াও ছবিতে দেখা যাবে বিজয় অ্যান্টনি, আকসারা হাসান। সেনুর চরিত্রে দেখা যাবে বিজয়কে। অন্যদিকে আকসারার চরিত্রটির নাম ভিজি। ছবির শুটিং হবে কলকাতা ও চেন্নাইতে।