ইতালিতে সাতপাঁকে বাঁধা পড়েছিলেন দীপ-বীর
বিয়ের পর প্রথম বছর, বিবাহ বার্ষিকীর সকালেই তিরুমালার তিরুপতি মন্দিরে পুজো দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। সঙ্গে ছিলেন বাবা-মা এবং ঘনিষ্ঠ কয়েকজন। বিবাহ বার্ষিকীর দ্বিতীয় দিন ভোরে অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রার্থনা করলেন দীপিকা ও রণবীর। ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে শুক্রবার সকালে অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রার্থনা করেন দীপিকা ও রণবীর।
টুইটারের নিজেদের ছবিও আপলোড করেন অভিনেতা রণবীর সিং। দীপিকা পড়েছিলেন অসাধারণ সুন্দর চুড়িদার। স্ত্রীর পোশাকের সঙ্গে ম্যাচ করে রণবীর পরেছিলেন কুর্তা। সোশ্যাল মিডিয়ায় আসতেই ওই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। দীপিকা-রণবীরের বিয়েটা হয়েছিল রূপকথার মতো। ইতালিতে সাতপাঁকে বাঁধা পড়েছিলেন দীপ-বীর। যেমন আয়োজন, তেমনই ছিল ব্যবস্থপনা। সবেমাত্র এক বছর পার করলেন দীপিকা ও রণবীর। পথ চলা তো সবেমাত্র শুরু।