বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মোহনবাগান তারকা শিল্টন পাল

< 1 - মিনিট |

সেই সাতবছর কাটিয়ে আজ ছাঁদনাতলায় সেই সায়না-শিল্টনের শুভদৃষ্টি।

কে আর সি টাইমস ডেস্ক

আই লিগ অভিযানের মধ্যেই আজ বুধবার নিজেকে সাতপাঁকে বাঁধতে চলেছেন মোহনবাগান তারকা শিল্টন পাল। দীর্ঘদিনের প্রেমিকা সায়না মণ্ডলের সঙ্গে ছাঁদনাতলায় বসতে চলেছেন শিল্টন। সামনে আই লিগের বেশ ক’টা গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে। তবে এত কিছুর মধ্যেও শিল্টন কিন্তু জীবনের ‘সেরা গোল’ সেভ করতে প্রস্তুত। এরআগে হবু বউয়ের মন পেতে ডার্বি জয় করতে হয়েছিল বছর একত্রিশের ফুটবল ময়দানের এই হার্টথ্রবকে। বছর সাতেক আগে লাভস্টোরিটা শুরু হয়েছিল খানিক ফিল্মি কায়দাতেই। ডার্বি সেরা হওয়ার চ্যালেঞ্জ নিয়েই সায়নার ফোন নম্বর পেতে হয়েছিল শিল্টনকে। শর্ত সামনে পেয়ে কিন্তু একেবারেই দমে যাননি মোহনবাগানের ময়দানি বাজপাখি। বরং, বুক চিতিয়ে এগিয়ে গিয়েছিলেন। সেই সাতবছর কাটিয়ে আজ ছাঁদনাতলায় সেই সায়না-শিল্টনের শুভদৃষ্টি। তবে দিন কয়েক আগেই চলতি আই লিগের জন্য শিল্টন কোচকে বলেছিলেন, বুধবার ম্যাচ খেলে তারপর রাতে বিয়ে সারবেন। তবে কোচের পরামর্শ, জীবনের লম্বা রেশে আপাতত ফোকাস কর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *