শিশু শ্রমের সাথে জড়িয়ে থাকা অন্ধকার দিকই এবার ফুটে উঠবে ‘এক যে ছিল খোকা’ ধারাবাহিকের পর্দায়
এবার বাস্তব জীবনের কাহিনী উঠে আসতে চলেছে টেলি ধারাবাহিকের পর্দায়| শিশু শ্রমের সাথে জড়িয়ে থাকা অন্ধকার দিকই এবার ফুটে উঠবে ‘এক যে ছিল খোকা’ ধারাবাহিকের পর্দায়|১ জুলাই থেকে শুরু হবে এই ধারাবাহিক|
‘এক যে ছিল খোকা’ এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন ভাস্কর বন্দোপাধ্যায়, প্রিয়াংশু দাস, রানা মিত্র, উজানি দাসগুপ্ত, সৌগত বন্দ্যোপাধ্যায়, দেবশ্রী রায়, সমজিতা ভট্টাচার্য ও ঐশানি দে। ১জুলাই অর্থাৎ সোমবার থেকে শনিবার টেলিভিশনেরপর্দায় দেখা যাবে এই ধারাবাহিকটি। মূলত শিশু শ্রমের ভয়াবহতার কথা এবং শিশু শ্রমের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন অন্ধকার দিকই তুলে ধরবে এই নতুন বাংলা ধারাবাহিক|