যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নদীতে কয়েকটি মহড়াও দেওয়া হয়েছে
১৯৪৪ সালে ব্রিটেনের ডামবর্টন জাহাজ কারখানায় ‘পিএস ভোপাল’ নামে একটি প্যাডেল স্টিমার তৈরি করা হয়। এর দৈর্ঘ্য প্রায় ৬৩ মিটার এবং প্রস্থ ৯.২ মিটার। শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কলকাতায় এটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হ’ত।
২০১৯ সালে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানটির সঙ্গে লিজ চুক্তি সম্পূর্ণ হওয়ার পর এসএমপি বন্দর কলকাতা ঐতিহ্যবাহী এই জাহাজটি সংস্কার করে জনগণের জন্য চালু করতে চায়, বলে জানান এসএমপি কলকাতার চেয়ারম্যান বিনীত কুমার। সেই অনুযায়ী, এসএমপি কলকাতা এই জাহাজটির জন্য একটি দীর্ঘমেয়াদী লিজ গ্রহণ করে খোলা দরপত্র আহ্বানের মাধ্যমে। এতে শর্ত দেওয়া হয়, লিজ থাকাকালীন জাহাজটি এসএমপি কলকাতার সম্পত্তি হিসাবে থাকবে।
এই লিজের শর্ত অনুযায়ী, ‘পিএস ভোপাল’ এখন জেটি সংলগ্ন স্থানে নদীতে থাকবে। এতে একটি প্রদর্শনীর জায়গা, রেস্তোরাঁ ও ছোট জমায়েত-স্থল থাকবে।
চেয়ারম্যান কুমার বলেন, জাহাজটির সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নদীতে কয়েকটি মহড়াও দেওয়া হয়েছে।
এসএমপি কলকাতা আগামী মাসেই সংস্কার করা এই জাহাজটি জনগণের জন্য চালু করতে চায় বলে জানান বিনীত কুমার।
Advertisment