লস অ্যাঞ্জেলস ফিল্ম অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেতে চলেছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী
লস অ্যাঞ্জেলস ফিল্ম অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেতে চলেছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। কঙ্কনা চক্রবর্তীর পরিচালনায় ‘অনুরূপ’ ছবিতে অভিনয়ের জন্য মনোনিত হয়েছেন অভিনেতা | কঙ্কনা চক্রবর্তীর ছবি ‘অনুরূপ’ স্বল্প দৈর্ঘ্যের ছবি| ছবির গল্প অনুযায়ী অনুরূপ হল বাবা ও মেয়ের গল্প। তবে,পারিবারিক কারণে বাবা ও মেয়ে একে অপরের থেকে দীর্ঘ ৬ বছর বিচ্ছিন্ন। ঘটনাচক্রে তাঁরা আবারও কাছাকাছি আসে ।
বাবা-মেয়ে মুখোমুখি আসার পর তাঁরা কি সমস্যার সমাধান করতে পারবে? নাকি পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠবে ? এই নিয়েই তৈরি ছবির গল্প। এই ছবিতে বাবার ভূমিকায় দেখা গেছে সব্যসাচী চক্রবর্তীকে। আর মেয়ের ভূমিকা অভিনয় করেছেন কঙ্কনা চক্রবর্তী নিজেই। ছবিতে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী ওরফে অভিনেত্রী মিঠু চক্রবর্তীও। ছবির শ্যুটিং হয়েছে শিলিগুড়িতে।