আমি এখন খুব বাছাই করা গান গাই । এবছর চারটে ছবিতে গাইব আমি । ভালো চিত্রনাট্য, ভালো কনসেপ্ট, ভালো পরিচালক, ভালো গান – এটাই আমার ছবিতে গান গাওয়ার মাপকাঠি
সংগীত জগৎ থেকে বেশকিছু দিন দূরে সরে থাকলেও ফের সংগীতের দুনিয়ায় ফিরলেন গায়ক ইন্দ্রনীল সেন| ফের প্লেব্যাকে ইন্দ্রনীল| এবার দেবপ্রতিম দাশগুপ্তর নতুন ছবি ‘প্রতিবিম্ব’-তে প্লেব্যাক করবেন ইন্দ্রনীল সেন ।এর আগেও ইন্দ্রনীল সেন প্লেব্যাক করেছেন ‘চাঁদের বাড়ি’, ‘ক্রান্তিকাল’, ‘দেবীপক্ষ’, ‘আবার অরণ্যে’, ‘গোরস্থানে সাবধান’, ‘হিটলিস্ট’এর মতো ছবিতে ।ইন্দ্রনীল সেন নামটা শুনলেই প্রথমেই মনে আসে ‘অধুরা মাধুরী’, ‘আলোকশিখা জ্বলুক গানে’, ‘পাগল হাওয়া’, ‘শিলাইদহের গান’, ‘বন্ধু আমার’, ‘চির পথের সঙ্গী’, ‘তোমার আকাশ তোমার বাতাস’, ‘উতাল হাওয়া’, ‘হিয়ার মাঝে’, ‘আমার সোনার বাংলা’, গান গুলো ।
‘প্রতিবিম্ব’ ছবির প্লেব্যাক প্রসঙ্গে ইন্দ্রনীল বলেন, ‘দেবপ্রতিম দাশগুপ্ত সঙ্গে আমার অনেকদিনের পরিচয় । একসঙ্গে অনেক কাজ করেছি । ভালো লাগছে ওঁর সঙ্গে আবার কাজ করব বলে । আমি এখন খুব বাছাই করা গান গাই । এবছর চারটে ছবিতে গাইব আমি । ভালো চিত্রনাট্য, ভালো কনসেপ্ট, ভালো পরিচালক, ভালো গান – এটাই আমার ছবিতে গান গাওয়ার মাপকাঠি । তাজুর ছবিতে সেই কারণেই রাজি হয়েছি গাইতে’|