সপ্তদশ লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই সামনে এল মোদীর বায়োপিক পি এম নরেন্দ্র মোদীর বায়োপিকের নতুন পোস্টার
মঙ্গলবার দু-দিনের মাথায় সামনে এল মোদীর বায়োপিকের নতুন ট্রেলার| সেই ট্রেলার পোস্টারে মোদীর চরিত্রে শঙ্খ হাতে দেখা গেল বিবেক ওবেরয়কে|
উমঙ্গ কুমার পরিচালিত ‘পিএম নরেন্দ্র মোদী’ মুক্তি পাওয়ার কথা ছিল ৫ এপ্রিল। কিন্তু ছবিটি মোদী সরকারের প্রোপাগান্ডা ছবি বলে অনেকে মন্তব্য করেন৷ আর সেই কারণেই আদালতের নির্দেশে লোকসভা নির্বাচনের মুখে এই ছবির মুক্তি বন্ধ করে দেওয়া হয়| শুধু তাই নয়, নির্বাচন কমিশনও জানিয়ে দিয়েছিল ভোট শেষেই এই ছবি মুক্তি পেতে পারে৷ তবে, নির্বাচন শেষ হতেই সামনে এলো ছবির নতুন পোস্টার| আর লোকসভা নির্বাচনের পর এক্সিট পোলে মোদী সরকার ফিরে আসার সম্ভবনা প্রকাশ্যে আসার পরই আজ সামনে এল নয়া ট্রেলার। মোদীর ট্রেলারে নতুন ফুটেজও যোগ করা হয়েছে। নরেন্দ্র মোদীর শৈশব থেকে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া পর্যন্ত জীবনের ঝলক দেখানো হয়েছে ট্রেলারে। শুধুমাত্র গুজরাট দাঙ্গার বিভিন্ন সিক্যুয়েন্স ছাড়াও অন্যান্য বিষয়গুলো রয়েছে।দু’মিনিট লম্বা ট্রেলারে বিবেক ওবেরয়কে কিছু শক্তিশালী সংলাপ বলতেও শোনা গিয়েছে। এমনকী বিরোধী দলের নেতাদের মুখ, যেমন-সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংদেরও দেখানো হয়েছে ঝলকে।
এর আগে ৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল মোদীর বায়োপিকের। পরে তা পিছিয়ে ১১ এপ্রিল হয়। তবে সেই রিলিজও আটকে দিয়েছিল নির্বাচন কমিশন।আগামী ২৩ মে লোকসভা নির্বাচনের ফল বের হওয়ার ঠিক পরের দিন ২৪ মে প্রেক্ষাগৃহে আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
এই ছবিতে বিবেক ওবেরয় ছাড়াও অমিত শাহ-র চরিত্রে দেখা যাবে মনোজ যোশী, যশোদাবেন-র চরিত্রে বরখা বিস্ত। জারিনা ওয়াহাবকে দেখা যাবে মোদীর মায়ের ভূমিকায়। ব্যবসায়ীর ভূমিকায় দেখা যাবে বোমান ইরানিকে।