খুব শীঘ্রই আসতে চলেছে অঞ্জন দত্ত পরিচালিত নতুন ছবি ‘সাহেবের কাটলেট’। আর সেখানেই অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে নবাগত শ্রীতমা দে-কে
আর শুধু মিউজিক নয় এবার মিউজিক্যাল ফুড ফিল্মে মনোনিবেশ করলেন অঞ্জন দত্ত |কারন খুব শীঘ্রই আসতে চলেছে অঞ্জন দত্ত পরিচালিত নতুন ছবি ‘সাহেবের কাটলেট’। আর সেখানেই অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে নবাগত শ্রীতমা দে-কে|
১৫ জুলাই থেকে শুরু হবে সাহেবের কাটলেট-এর শুটিং। তার আগে তোড়জোড় চলছে তুঙ্গে । গান ও খাওয়ার সব মিলিয়ে তৈরী হতে চলেছে অঞ্জন দত্ত-র ‘সাহেবের কাটলেট’ | ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে।আর অর্জুনের বিপরীতে শ্রীতমা | অর্জুন-শ্রীতমা ছাড়াও রয়েছেন কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসুর অম্বরীশ ভট্টাচার্য-র মতো অভিনেতারা । অঞ্জন দত্তকেও দেখা যাবে একটি ইন্টারেস্টিং চরিত্রে । কলকাতায় মূল শুটিং, সামান্য কিছু অংশ শুটিং হবে চন্দননগরেও।
‘সাহেবের কাটলেট’-ই বড়পর্দায় প্রথম কাজ শ্রীতমার | এই প্রসঙ্গে শ্রীতমা বলেন, ‘প্রযোজনা সংস্থা থেকে আমায় অডিশনের জন্য কল করা হয়েছিল। তখন এতকিছু জানতাম না। ষ্টুডিয়োয় পৌঁছে দেখলাম অঞ্জন স্যার বসে আছেন। আমার কস্টিউম আর মেকআপ করে ফ্লোরে আসার কথা। মেকআপ রুমেই দেখি স্যার হাজির। আমি কী করি, কেন অভিনয় করতে চাই এসব জানতে চাইলেন | স্যার, আমায় একটা সিচ্যুয়েশন দিয়ে বলেছিলেন সংলাপ বলতে যা মনে আসবে। আমি করলাম। তখন উনি বললেন আমার পরের ছবির জন্য তোমার কথা ভাবছি, ডেটের কিরকম কি অবস্থা বলতো। আমার তো এখনও বিশ্বাস হয় না অঞ্জন দত্তর ছবিতে কাজ করছি। এই তো স্ক্রিপ্ট রিডিংয়ের দিনও মনে হচ্ছিল সত্যি তো’ |