২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখন প্রায় মাঝপর্বে
সিনেপ্রেমীদের ভিড় ধীরে ধীরে জমছে নন্দন প্রাঙ্গনে। মঙ্গলবার কোন কোন সিনেমা দেখানো হচ্ছে নন্দন ১-এ, জেনে নিন। এদিন সকাল ৯ টায় আমেরিকান পরিচালক স্যাম পেকিনপাহ-এর ছবি দ্য ওয়াইল্ড বাঞ্চ দেখানো হয়েছে। এরপর ১১.৪৫-এ ‘মুভিং ইমেজ’ ক্যাটাগরিতে দেখানো হবে পরিচালক জেইসি ট্রম্পিজের ছবি টাইমলেস হাভানা। দুপুর ৩ টের সময় ‘মুভিং ইমেজ’ ক্যাটাগরিতে দেখানো হবে ডিরেক্টর ডরিস ডোয়েরির ছবি চেরি ব্লোসম এন্ড ডেমোস। তারপর বিকেল ৫ টায় প্রদর্শিত হবে ইরানি পরিচালক আমির আথার সোহেলির ছবি ‘ওম্যান রান উইথ দ্য উলভস’ এবং সন্ধে ৭.১৫-তে ‘মায়েস্ত্র ক্যাটাগরি’-তে দেখানো হবে বেলজিয়ামের পরিচালক জেন পিয়েররি এবং লক দারদেন্নের ছবি ‘ইয়ং আহমেদ’। ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখন প্রায় মাঝপর্বে। গতকাল দেখানো হয়েছিল ডেনিস হপ্যারের সিনেমা ‘ইজি রাইডার’, পরিচালক ভ্যালেরিয়া গালের মুভিং ইমেজ ক্যাটাগরির ছবি ‘স্পিরিচ্যুয়াল ওলফ’। এর পর পরিচালক জায়রোর মুভিং ইমেজ ‘দ্য উইপিং ওম্যান’ এবং বুদ্ধদেব দাশগুপ্তের ছবি ‘উড়োজাহাজ’ দেখানো হয়।