সৃজিতের হাত ধরে লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ‘ভিঞ্চিদা’

< 1 - মিনিট |

লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেন বলিউডের পাশাপাশি জায়গা করে নিয়েছে সৃজিতের ‘ভিঞ্চিদা’ ছবিটিও। ফিল্ম ফেস্টিভালে আয়ুষ্মান খুরানার ‘আর্টিকেল ১৫’ ও নওয়াজ়উদ্দিনের ‘ফোটোগ্রাফ’ ছবিটি প্রদর্শিত হবে। সেই সঙ্গে দেখানো হবে ‘ভিঞ্চি দা’-ও।

কে আর সি টাইমস ডেস্ক

লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেন বলিউডের পাশাপাশি জায়গা করে নিয়েছে সৃজিতের ‘ভিঞ্চিদা’ ছবিটিও। ফিল্ম ফেস্টিভালে আয়ুষ্মান খুরানার ‘আর্টিকেল ১৫’ও নওয়াজ়উদ্দিনের ‘ফোটোগ্রাফ’ ছবিটি প্রদর্শিত হবে। সেই সঙ্গে দেখানো হবে ‘ভিঞ্চি দা’-ও।

এই প্রসঙ্গে পরিচালক সৃজিত বলেন, ‘আমি খুব হ্যাপি। একটা ছবি যখন বক্স অফিসে এত সাফল্য পায়, আমার সমালোচকদের প্রশংসা পায়। সেই সঙ্গে ফিল্ম ফেস্টিভ্যালে যায় ভাল তো লাগেই’|

‘ভিঞ্চিদা’  ছবির গল্প মূলত একজন মাস্ক আর্টিস্টকে কেন্দ্র করে। প্রকৃত আর্টিস্টের মতোই কাজের সঙ্গে আপস  করতে পারে না সে। পেশাকে সে ভালবাসে। কিন্তু সময় এগোতে থাকে, মেকআপ নিয়ে আরও বেশি জানার ইচ্ছে জন্মায় তাঁর মধ্যে। শহরময় সে হন্যে হয়ে ঘুরতে থাকে মেক-আপ বিষয়ক বই ও মেক-আপের সামগ্রী সংগ্রহের উদ্দেশ্যে এমনকী নেট ঘেঁটে মেক-আপ নিয়ে পড়ার ও জানায় অভিপ্রায়ে নিজের বাবাকে দিয়ে ল্যাপটপও কেনায় সে। ঘটনাক্রমে একদিন স্টুডিও পাড়ায় মেক-আপ শিল্পীটির সঙ্গে পরিচয় হয় আরেকজন মানুষের। তবে, সে আবার  সমাজে ভাল মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় ।তবে  সেই ব্যক্তির খুন প্যাশন| এ ভাবেই মাস্ক আর্টিস্ট আর সিরিয়াল কিলারের গল্প নিয়ে এগিয়ে যায় পরিচালক সৃজিতের ‘ভিঞ্চিদা’।  ছবিতে অনেক রকমের লুকসে দেখা যায় রুদ্রনীল ঘোষকে। প্রায় ৪০ বছর বয়সী থেকে ৫০ বছর বয়সী-সহ বিভিন্ন ধরণের লুকসে তাঁকে দেখা যাই। অভিনয়ের পাশাপাশি ছবির কাহিনি  পরিচালক সৃজিতের সঙ্গে যৌথভাবে লিখেছেন অভিনেতা রুদ্রনীল। চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা পরিচালক নিজেই ।ছবির সংগীত অনুপম রায় | হিন্দুস্থান সমাচার/পায়েল/শুভঙ্কর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news