দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার বিজয়ী এবং প্রবীণ অভিনেতা দিনায়ার কন্ট্রাক্টর
দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার বিজয়ী এবং প্রবীণ অভিনেতা দিনায়ার কন্ট্রাক্টর| বুধবার সকালে মুম্বইয়ে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা দিনায়ার কন্ট্রাক্টর| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর| এদিনই বিকেল ৩.৩০ মিনিট নাগাদ মুম্বইয়ের ওরলি প্রেয়ার হলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে| পরিবার সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা দিনায়ার কন্ট্রাক্টর| বুধবার সকালে জীবনাবসান হয়েছে তাঁর|
‘বাজিগর’, ‘৩৬ চাইনা টাউন’, ‘খিলাড়ি’ এবং ‘বাদশহ’-র মতো জনপ্রিয় বলিউড ছবিতে অভিনয় করেছিলেন দিনায়ার কন্ট্রাক্টর| একজন থিয়েটার আর্টিস্ট হিসেবে অভিনয় জগতে পথচলা শুরু করেন তিনি| বিশেষত গুজরাটি এবং হিন্দিতে নাটকে অভিনয় করেছিলেন তিনি| ২০১৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন প্রবীণ এই অভিনেতা|
প্রবীণ অভিনেতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘পদ্মশ্রী দিনায়ার কন্ট্রাক্টর বিশেষ ছিলেন, কারণ তিনি প্রচুর সুখ-আনন্দ ছড়িয়েছিলেন| তাঁর বহুমুখী অভিনয় বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছিল| থিয়েটার হোক, টেলিভিশন অথবা ছবি, সমস্ত মাধ্যমেই তিনি অনবদ্য ছিলেন, তাঁর প্রয়াণে শোকাহত| তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা|’