৭৯ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা দিনায়ার কন্ট্রাক্টর, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

< 1 - মিনিট |

দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার বিজয়ী এবং প্রবীণ অভিনেতা দিনায়ার কন্ট্রাক্টর

কে আর সি টাইমস ডেস্ক

দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার বিজয়ী এবং প্রবীণ অভিনেতা দিনায়ার কন্ট্রাক্টর| বুধবার সকালে মুম্বইয়ে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা দিনায়ার কন্ট্রাক্টর| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর| এদিনই বিকেল ৩.৩০ মিনিট নাগাদ মুম্বইয়ের ওরলি প্রেয়ার হলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে| পরিবার সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা দিনায়ার কন্ট্রাক্টর| বুধবার সকালে জীবনাবসান হয়েছে তাঁর|

‘বাজিগর’, ‘৩৬ চাইনা টাউন’, ‘খিলাড়ি’ এবং ‘বাদশহ’-র মতো জনপ্রিয় বলিউড ছবিতে অভিনয় করেছিলেন দিনায়ার কন্ট্রাক্টর| একজন থিয়েটার আর্টিস্ট হিসেবে অভিনয় জগতে পথচলা শুরু করেন তিনি| বিশেষত গুজরাটি এবং হিন্দিতে নাটকে অভিনয় করেছিলেন তিনি| ২০১৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন প্রবীণ এই অভিনেতা|

প্রবীণ অভিনেতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘পদ্মশ্রী দিনায়ার কন্ট্রাক্টর বিশেষ ছিলেন, কারণ তিনি প্রচুর সুখ-আনন্দ ছড়িয়েছিলেন| তাঁর বহুমুখী অভিনয় বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছিল| থিয়েটার হোক, টেলিভিশন অথবা ছবি, সমস্ত মাধ্যমেই তিনি অনবদ্য ছিলেন, তাঁর প্রয়াণে শোকাহত| তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা|’ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news